নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে পাঁচজন স্বতন্ত্র মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জালালাবাদ গ্যাস অডিটরিয়ামে ১১ জন মেয়র প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই করেন রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদের। এ সময় ভোটারদের তথ্যে ভুল, সম্পদের হিসাবে গরমিল ও আয়কর রিটার্নজনিত সমস্যার কারণে স্বতন্ত্র পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
যাঁদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাঁরা হলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী শামসুন নুর তালুকদার, মো. আব্দুল মান্নান খান, মাওলানা জাহিদ উদ্দিন, শাহজাহান মিয়া ও মুস্তফা আহমেদ রউফ মোস্তফা। রিটার্নিং কর্মকর্তা মো. ফয়সল কাদির বলেন, তিন দিনের মধ্যে এ বিষয়ে তাঁরা আপিল করতে পারবেন।
মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীরা হলেন মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), নজরুল ইসলাম বাবুল (লাঙল), হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (হাতপাখা), মো. জহিরুল আলম (জাকের পার্টি), মোহাম্মদ আবদুল হানিফ কুটু (স্বতন্ত্র), মো. ছালাহ উদ্দিন রিমন (স্বতন্ত্র)।
তবে মনোনয়ন ফিরে পেতে আপিল করবেন বলে জানান ওই স্বতন্ত্র মেয়র প্রার্থীরা। তাঁদের একজন মুস্তফা আহমেদ রউফ মোস্তফা বলেন, ‘আমি একজন প্রবাসী। এক সপ্তাহ আগে দেশে এসেছি। তাই আয়কর দেওয়ার সুযোগই ছিল না। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করব।’
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন প্রত্যাশা করছি। যারা নির্বাচন ভয় পায়, তারাই ইভিএম নিয়ে প্রশ্ন তোলে। আজ গাজীপুরের নির্বাচনে ইভিএমের স্বচ্ছতা প্রমাণিত হবে।’
তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ছাড়া অন্য প্রার্থীরা শঙ্কা প্রকাশ করেছেন। এ বিষয়ে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল বলেন, ‘নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সরকারি দলের পক্ষপাতমূলক আচরণ সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দেহ সৃষ্টি করেছে। আমরা দাবি জানাই, নির্বাচনের শেষ দিন পর্যন্ত তাঁরা যেন নিরপেক্ষতা বজায় রাখেন।’
একইভাবে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাহমুদুল হাসান বলেন, ‘নির্বাচন কমিশন মূলত মুরব্বিদের ভূমিকা পালন করবে—আমরা সেই প্রত্যাশা করি।’ ইভিএম পদ্ধতি বাতিল করে ব্যালটের মাধ্যমে ভোটের দাবি জানান তিনি।
সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে। ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই মহানগরীতে ওয়ার্ড ৪২টি। মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৩ হাজার ৭৬৩ এবং নারী ২ লাখ ৩২ হাজার ৮৪২ জন। মোট কেন্দ্র ১৯০টি এবং ভোটকক্ষ ১ হাজার ৩৬৪টি।
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে পাঁচজন স্বতন্ত্র মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জালালাবাদ গ্যাস অডিটরিয়ামে ১১ জন মেয়র প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই করেন রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদের। এ সময় ভোটারদের তথ্যে ভুল, সম্পদের হিসাবে গরমিল ও আয়কর রিটার্নজনিত সমস্যার কারণে স্বতন্ত্র পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
যাঁদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাঁরা হলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী শামসুন নুর তালুকদার, মো. আব্দুল মান্নান খান, মাওলানা জাহিদ উদ্দিন, শাহজাহান মিয়া ও মুস্তফা আহমেদ রউফ মোস্তফা। রিটার্নিং কর্মকর্তা মো. ফয়সল কাদির বলেন, তিন দিনের মধ্যে এ বিষয়ে তাঁরা আপিল করতে পারবেন।
মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীরা হলেন মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), নজরুল ইসলাম বাবুল (লাঙল), হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (হাতপাখা), মো. জহিরুল আলম (জাকের পার্টি), মোহাম্মদ আবদুল হানিফ কুটু (স্বতন্ত্র), মো. ছালাহ উদ্দিন রিমন (স্বতন্ত্র)।
তবে মনোনয়ন ফিরে পেতে আপিল করবেন বলে জানান ওই স্বতন্ত্র মেয়র প্রার্থীরা। তাঁদের একজন মুস্তফা আহমেদ রউফ মোস্তফা বলেন, ‘আমি একজন প্রবাসী। এক সপ্তাহ আগে দেশে এসেছি। তাই আয়কর দেওয়ার সুযোগই ছিল না। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করব।’
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন প্রত্যাশা করছি। যারা নির্বাচন ভয় পায়, তারাই ইভিএম নিয়ে প্রশ্ন তোলে। আজ গাজীপুরের নির্বাচনে ইভিএমের স্বচ্ছতা প্রমাণিত হবে।’
তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ছাড়া অন্য প্রার্থীরা শঙ্কা প্রকাশ করেছেন। এ বিষয়ে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল বলেন, ‘নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সরকারি দলের পক্ষপাতমূলক আচরণ সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দেহ সৃষ্টি করেছে। আমরা দাবি জানাই, নির্বাচনের শেষ দিন পর্যন্ত তাঁরা যেন নিরপেক্ষতা বজায় রাখেন।’
একইভাবে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাহমুদুল হাসান বলেন, ‘নির্বাচন কমিশন মূলত মুরব্বিদের ভূমিকা পালন করবে—আমরা সেই প্রত্যাশা করি।’ ইভিএম পদ্ধতি বাতিল করে ব্যালটের মাধ্যমে ভোটের দাবি জানান তিনি।
সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে। ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই মহানগরীতে ওয়ার্ড ৪২টি। মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৩ হাজার ৭৬৩ এবং নারী ২ লাখ ৩২ হাজার ৮৪২ জন। মোট কেন্দ্র ১৯০টি এবং ভোটকক্ষ ১ হাজার ৩৬৪টি।
‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ’ (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে হরিহর নদ পুনঃখনন কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ নীতিমালা অনুযায়ী যথাযথ উল্লম্ব-অনুভূমিক জায়গা না রেখে হরিহর নদের ওপর যশোর সদর উপজেলার গোয়ালদাহ বাজারে আরেকটি অপরিকল্পিত সেতু নির্মাণ করছে স্
৩৯ মিনিট আগেগাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুত থাকা সরকারি বিপুল ওষুধ নষ্ট হয়ে গেছে। সময়মতো রোগীদের মাঝে বিতরণ না করায় ওষুধগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। এতে সরকারি সম্পদের ক্ষতি হয়েছে; একই সঙ্গে সরকারি সেবা থেকে বঞ্চিত হয়েছে হাজারো রোগী।
৪২ মিনিট আগেঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) আওতায় ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’ বাস্তবায়ন শুরু হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় পাইলট প্রকল্পটি রোববার (২০ এপ্রিল ২০২৫) থেকে শুরু হয়ে ৮ মে পর্যন্ত চলবে।
১ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলাল উদ্দিন হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শামীম হোসেন (২৮) ও মো. ইয়াসিন আরাফাত ওরফে মুরগি ইয়াসিন (২১)।
২ ঘণ্টা আগে