Ajker Patrika

সিলেটে টানা কর্মবিরতির হুমকি দিলেন পরিবহন শ্রমিক নেতারা

সিলেট প্রতিনিধি
সিলেটে টানা কর্মবিরতির হুমকি দিলেন পরিবহন শ্রমিক নেতারা

সিলেট নগরীর চৌহাট্টায় পরিবহন শ্রমিক ও সিটি করপোরেশন কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় করা মামলা ১৫ দিনের মধ্যে প্রত্যাহার না করলে ২১ নভেম্বর থেকে টানা কর্মবিরতি পালনের হুমকি দিয়েছেন পরিবহন শ্রমিকেরা। আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে অবহিত করতে সিলেটের বিভাগীয় কমিশনার ও সিটি মেয়রের কাছে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে পরিবহন শ্রমিকদের। 

গতকাল রোববার সন্ধ্যায় সিলেট জেলা বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক থেকে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম কর্মবিরতির হুঁশিয়ারি দেন।

সিলেট নগরীর চৌহাট্টায় অবৈধভাবে গড়ে ওঠা মাইক্রোবাস ও প্রাইভেটকার স্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশ ও সিসিক কাউন্সিলরের কর্মীদের তুমুল সংঘর্ষ হয়। এ সময় বেশ কিছু প্রাইভেটকার ও মাইক্রোবাস ভাঙচুর করা হয়। হামলায় পুলিশ সদস্য ও সিসিক কাউন্সিলরসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় তিনটি মামলা দায়ের হয়। এর মধ্যে অস্ত্র আইনে ও পুলিশ এসল্টের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে। এ ছাড়া কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের মারধরের ঘটনায় সিলেট সিটি করপোরেশনের এক কর্মকর্তা বাদী হয়ে আরেকটি মামলা করেন। এসব মামলায় মোট ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম জানান, মামলা দায়েরের পর প্রত্যাহারের দাবিতে সেসময় সিলেট বিভাগে টানা ধর্মঘটের ডাক দেন পরিবহন মালিক-শ্রমিকের নেতারা। উদ্ভূত পরিস্থিতিতে ২১ ফেব্রুয়ারি রাতে নগরভবনে সিলেট সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলর ও ব্যবসায়ীদের সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন পরিবহন শ্রমিক নেতারা।

ময়নুল বলেন, ওই বৈঠকে নগরীর চৌহাট্টায় হামলার ঘটনায় সিসিকের করা মামলাসহ তিনটি মামলা আইনানুগ প্রক্রিয়ায় দ্রুত নিষ্পত্তি করা, ভাঙচুর করা গাড়ির মালিকদের ক্ষতিপূরণ এবং নগরীতে মাইক্রোবাস-প্রাইভেটকারের স্ট্যান্ড করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। বৈঠকের পর সাত মাস পেরিয়ে গেলেও মামলাগুলো নিষ্পত্তি হয়নি। কিছুদিন আগে এসব মামলার আসামিদের বিরুদ্ধ ওয়ারেন্ট জারি হয়েছে। এতে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর ওপর আবারও ক্ষুব্ধ হয়ে উঠেছেন সিলেটের পরিবহন শ্রমিকেরা।

এ অবস্থায় মেয়র আরিফুল হক চৌধুরীকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন সিলেট বিভাগের পরিবহন মালিক-শ্রমিক নেতারা। মামলাগুলো ১৫ দিনের মধ্যে প্রত্যাহার না করা হলে আগামী ২১ নভেম্বর থেকে সিলেটে টানা কর্মবিরতি পালন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত