সিলেট প্রতিনিধি
সিলেট নগরীর চৌহাট্টায় পরিবহন শ্রমিক ও সিটি করপোরেশন কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় করা মামলা ১৫ দিনের মধ্যে প্রত্যাহার না করলে ২১ নভেম্বর থেকে টানা কর্মবিরতি পালনের হুমকি দিয়েছেন পরিবহন শ্রমিকেরা। আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে অবহিত করতে সিলেটের বিভাগীয় কমিশনার ও সিটি মেয়রের কাছে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে পরিবহন শ্রমিকদের।
গতকাল রোববার সন্ধ্যায় সিলেট জেলা বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক থেকে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম কর্মবিরতির হুঁশিয়ারি দেন।
সিলেট নগরীর চৌহাট্টায় অবৈধভাবে গড়ে ওঠা মাইক্রোবাস ও প্রাইভেটকার স্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশ ও সিসিক কাউন্সিলরের কর্মীদের তুমুল সংঘর্ষ হয়। এ সময় বেশ কিছু প্রাইভেটকার ও মাইক্রোবাস ভাঙচুর করা হয়। হামলায় পুলিশ সদস্য ও সিসিক কাউন্সিলরসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় তিনটি মামলা দায়ের হয়। এর মধ্যে অস্ত্র আইনে ও পুলিশ এসল্টের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে। এ ছাড়া কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের মারধরের ঘটনায় সিলেট সিটি করপোরেশনের এক কর্মকর্তা বাদী হয়ে আরেকটি মামলা করেন। এসব মামলায় মোট ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়।
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম জানান, মামলা দায়েরের পর প্রত্যাহারের দাবিতে সেসময় সিলেট বিভাগে টানা ধর্মঘটের ডাক দেন পরিবহন মালিক-শ্রমিকের নেতারা। উদ্ভূত পরিস্থিতিতে ২১ ফেব্রুয়ারি রাতে নগরভবনে সিলেট সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলর ও ব্যবসায়ীদের সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন পরিবহন শ্রমিক নেতারা।
ময়নুল বলেন, ওই বৈঠকে নগরীর চৌহাট্টায় হামলার ঘটনায় সিসিকের করা মামলাসহ তিনটি মামলা আইনানুগ প্রক্রিয়ায় দ্রুত নিষ্পত্তি করা, ভাঙচুর করা গাড়ির মালিকদের ক্ষতিপূরণ এবং নগরীতে মাইক্রোবাস-প্রাইভেটকারের স্ট্যান্ড করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। বৈঠকের পর সাত মাস পেরিয়ে গেলেও মামলাগুলো নিষ্পত্তি হয়নি। কিছুদিন আগে এসব মামলার আসামিদের বিরুদ্ধ ওয়ারেন্ট জারি হয়েছে। এতে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর ওপর আবারও ক্ষুব্ধ হয়ে উঠেছেন সিলেটের পরিবহন শ্রমিকেরা।
এ অবস্থায় মেয়র আরিফুল হক চৌধুরীকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন সিলেট বিভাগের পরিবহন মালিক-শ্রমিক নেতারা। মামলাগুলো ১৫ দিনের মধ্যে প্রত্যাহার না করা হলে আগামী ২১ নভেম্বর থেকে সিলেটে টানা কর্মবিরতি পালন করা হবে।
সিলেট নগরীর চৌহাট্টায় পরিবহন শ্রমিক ও সিটি করপোরেশন কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় করা মামলা ১৫ দিনের মধ্যে প্রত্যাহার না করলে ২১ নভেম্বর থেকে টানা কর্মবিরতি পালনের হুমকি দিয়েছেন পরিবহন শ্রমিকেরা। আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে অবহিত করতে সিলেটের বিভাগীয় কমিশনার ও সিটি মেয়রের কাছে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে পরিবহন শ্রমিকদের।
গতকাল রোববার সন্ধ্যায় সিলেট জেলা বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক থেকে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম কর্মবিরতির হুঁশিয়ারি দেন।
সিলেট নগরীর চৌহাট্টায় অবৈধভাবে গড়ে ওঠা মাইক্রোবাস ও প্রাইভেটকার স্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশ ও সিসিক কাউন্সিলরের কর্মীদের তুমুল সংঘর্ষ হয়। এ সময় বেশ কিছু প্রাইভেটকার ও মাইক্রোবাস ভাঙচুর করা হয়। হামলায় পুলিশ সদস্য ও সিসিক কাউন্সিলরসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় তিনটি মামলা দায়ের হয়। এর মধ্যে অস্ত্র আইনে ও পুলিশ এসল্টের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে। এ ছাড়া কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের মারধরের ঘটনায় সিলেট সিটি করপোরেশনের এক কর্মকর্তা বাদী হয়ে আরেকটি মামলা করেন। এসব মামলায় মোট ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়।
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম জানান, মামলা দায়েরের পর প্রত্যাহারের দাবিতে সেসময় সিলেট বিভাগে টানা ধর্মঘটের ডাক দেন পরিবহন মালিক-শ্রমিকের নেতারা। উদ্ভূত পরিস্থিতিতে ২১ ফেব্রুয়ারি রাতে নগরভবনে সিলেট সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলর ও ব্যবসায়ীদের সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন পরিবহন শ্রমিক নেতারা।
ময়নুল বলেন, ওই বৈঠকে নগরীর চৌহাট্টায় হামলার ঘটনায় সিসিকের করা মামলাসহ তিনটি মামলা আইনানুগ প্রক্রিয়ায় দ্রুত নিষ্পত্তি করা, ভাঙচুর করা গাড়ির মালিকদের ক্ষতিপূরণ এবং নগরীতে মাইক্রোবাস-প্রাইভেটকারের স্ট্যান্ড করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। বৈঠকের পর সাত মাস পেরিয়ে গেলেও মামলাগুলো নিষ্পত্তি হয়নি। কিছুদিন আগে এসব মামলার আসামিদের বিরুদ্ধ ওয়ারেন্ট জারি হয়েছে। এতে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর ওপর আবারও ক্ষুব্ধ হয়ে উঠেছেন সিলেটের পরিবহন শ্রমিকেরা।
এ অবস্থায় মেয়র আরিফুল হক চৌধুরীকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন সিলেট বিভাগের পরিবহন মালিক-শ্রমিক নেতারা। মামলাগুলো ১৫ দিনের মধ্যে প্রত্যাহার না করা হলে আগামী ২১ নভেম্বর থেকে সিলেটে টানা কর্মবিরতি পালন করা হবে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফুঁপিয়ে কেঁদেছেন ব্যারিস্টার তুরিন আফরোজ। ক্ষোভ ঝেড়েছেন সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। আশার কথা শুনিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। পালিয়ে থাকার তথ্য দিলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক...
১ ঘণ্টা আগেবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫ ’। পাশাপাশি ইয়ুথ হাবে তরুণদের অংশগ্রহণে বিভিন্ন কর্মশালা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নেটওয়ার্কিং সেশন চলছে।
২ ঘণ্টা আগেপেশাদার মোটরযান চালকদের নতুন ড্রাইভিং লাইসেন্স তৈরিতে ও নবায়ন করাতে মেডিকেল সার্টিফিকেট (চিকিৎসা সনদ) বাধ্যতামূলক। কিন্তু অনেকে ভুয়া মেডিকেল সার্টিফিকেট তৈরি করে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা লাইসেন্সও পেয়ে যাচ্ছেন সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন..
২ ঘণ্টা আগেমুন্সিগঞ্জ জেলা সিভিল সার্জন মঞ্জুরুল আলমের বিরুদ্ধে ওঠা বেশ কিছু অনিয়ম-দুর্নীতির অভিযোগের সত্যতা মিলেছে। ২০২৩-২৪ অর্থবছরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়কের দায়িত্ব পালনকালে হাসপাতালটিতে বেশ কিছু অনিয়ম-দুর্নীতি হয়েছে বলে স্বাস্থ্য অডিট অধিদপ্তরের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে...
৩ ঘণ্টা আগে