Ajker Patrika

সিলেট বিভাগের ১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

সিলেট প্রতিনিধি
সিলেট নগরীর জিন্দাবাজারে খেলাফত মজলিসের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছবি: আজকের পত্রিকা
সিলেট নগরীর জিন্দাবাজারে খেলাফত মজলিসের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস। আজ শুক্রবার বিকেলে সিলেট নগরীর জিন্দাবাজারে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন দলের প্রতিষ্ঠাতা মহাসচিব ও বর্তমান উপদেষ্টা মুহাম্মদ মাসউদ খান।

অনুষ্ঠানে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের বলেন, নির্বাচনের আগে বিগত ফ্যাসিস্ট সরকারের বিচার দৃশ্যমান ও জুলাই সনদ ঘোষণা করতে হবে। তিনি জানান, ইসলামি দলগুলোর মধ্যে একটি কার্যকর ঐক্য গড়ে তোলার প্রচেষ্টা চলছে।

আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর প্রসঙ্গে আব্দুল কাদের বলেন, দলীয়ভাবে তাঁরা এখনো এটি সমর্থন করেননি, তবে ব্যক্তিগতভাবে তিনি তা সমর্থন করেন। বিশ্বের বিভিন্ন দেশে পিআর চালু রয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রীলঙ্কা ও নেপালেও এ পদ্ধতি চালু রয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশে পিআর চালুর সুবিধা ও অসুবিধা দুটিই রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমির আবদুল বাসিত আজাদ, নায়েবে আমির মজদুদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, এ এ তাওসীফ প্রমুখ।

১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থীরা হলেন—

সুনামগঞ্জ জেলা:

সুনামগঞ্জ-১ আসনে দলের সিলেট জেলার সহসভাপতি মোহাম্মদ ফজর আলী, সুনামগঞ্জ-২ আসনে সুনামগঞ্জ জেলার সিনিয়র সহসভাপতি সাখাওত হোসেন মোহন, সুনামগঞ্জ-৩ আসনে লন্ডন মহানগরের তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মুশতাক আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে যুক্তরাজ্যের লুটন শাখার সহ-সেক্রেটারি আমিরুল ইসলাম ও সুনামগঞ্জ-৫ আসনে লন্ডন মহানগরের সহসভাপতি আবদুল কাদির।

সিলেট জেলা:

সিলেট-১ আসনে সিলেট মহানগর সভাপতি তাজুল ইসলাম হাসান, সিলেট-২ আসনে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট-৩ আসনে সিলেট জেলার সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন, সিলেট-৪ আসনে কেন্দ্রীয় ওলামাবিষয়ক সম্পাদক আলী হাসান উসামা, সিলেট-৫ আসনে সিলেট জেলার উপদেষ্টা আবুল হাসান ও সিলেট-৬ আসনে যুক্তরাজ্য দক্ষিণ শাখার সভাপতি সাদিকুর রহমান।

মৌলভীবাজার জেলা:

মৌলভীবাজার-১ আসনে কাতার শাখার সহসভাপতি লুকমান আহমদ, মৌলভীবাজার-২ আসনে সাইফুর রহমান খোকন, মৌলভীবাজার-৩ আসনে আহমদ বিলাল ও মৌলভীবাজার-৪ আসনে নূরুল মুত্তাকীন জুনায়দ।

হবিগঞ্জ জেলা:

হবিগঞ্জ-১ আসনে হবিগঞ্জ জেলার সহসাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম জাকি, হবিগঞ্জ-২ আসনে আমিরে মজলিস আবদুল বাসিত আজাদ, হবিগঞ্জ-৩ আসনে হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ছরওয়ার রহমান চৌধুরী ও হবিগঞ্জ-৪ আসনে কেন্দ্রীয় মহাসচিব আহমদ আবদুল কাদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারা দেশে আরও ১০ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা

‘আজ বুঝলাম, সময়ের কাছে মানুষ কত অসহায়’—মৃত্যুর আগে স্ট্যাটাস স্বেচ্ছাসেবক লীগ নেতার

পাথর দিয়ে মাথা থেঁতলে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় চারজন গ্রেপ্তার

রামদা হাতে ভাইরাল সেই সাবেক যুবদল নেতাকে গুলি ও পায়ের রগ কেটে হত্যা

জগন্নাথপুরে এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া রাইদা হতে চায় চিকিৎসক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত