Ajker Patrika

নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শাবিপ্রবিতে মশাল মিছিল

শাবিপ্রবি প্রতিনিধি 
নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শাবিপ্রবিতে মশাল মিছিল। ছবি: আজকের পত্রিকা
নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শাবিপ্রবিতে মশাল মিছিল। ছবি: আজকের পত্রিকা

নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, শ্লীলতাহানি, সামাজিক হেনস্তার বিরুদ্ধে দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা নারীর প্রতি সহিংসতার অবসান ও বিচার নিশ্চিতে বিভিন্ন স্লোগান দেন।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরের সামনে থেকে মশাল মিছিলটি বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দেশে নারী নির্যাতন ও সহিংসতার ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে, অথচ অধিকাংশ ক্ষেত্রেই ন্যায়বিচার নিশ্চিত হচ্ছে না। এই পরিস্থিতি পরিবর্তনে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। তাঁরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, যাতে নারী নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করা হয় এবং নারীর নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়।

নারীদের-নিরাপত্তা-নিশ্চিতের-দাবিতে-–২
নারীদের-নিরাপত্তা-নিশ্চিতের-দাবিতে-–২

তাঁরা আরও বলেন, বিশ্ববিদ্যালয়সহ সমাজের সর্বস্তরে নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে। শুধু আইনের প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা বৃদ্ধির দিকেও গুরুত্ব দিতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি দেশে একাধিক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, যা শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এই মশাল মিছিলের মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের প্রতিবাদ ও দাবি তুলে ধরেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত