হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে স্কুলছাত্রী জেরিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত আসামিরা হলেন সদর উপজেলার জাকির হোসেন ও পাটলী গ্রামের নূর হোসেন।
আজ বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক সুদীপ্ত দাস আসামি জাকির হোসেনের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আর নূর হোসেন পলাতক।
আদালত সূত্রে জানা গেছে, হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের এসএসসি পরীক্ষার্থী মদিনাতুল কোবরা জেরিনকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল একই গ্রামের জাকির হোসেন। জেরিনের পরিবার বিষয়টি জাকিরের পরিবারকে জানায়। এর জের ধরেই ২০২০ সালের ১৮ জানুয়ারি সকালে বিদ্যালয়ে কোচিং করতে যাওয়ার সময় পরিকল্পিতভাবে জেরিনকে অপহরণের জন্য অটোরিকশায় তুলেন জাকির।
সিএনজি অটোরিকশায় ধস্তাধস্তির একর্পযায়ে গাড়ি থেকে ফেলে দিলে গুরুতর আহত হন জেরিন। পরদিন ১৯ জানুয়ারি সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ওইদিন রাতেই থানায় হত্যা মামলা দায়ের করেন জেরিনের বাবা আব্দুল হাই।
এ ঘটনায় নুর হোসেন ও জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে ১৬৪ ধারায় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা হবিগঞ্জ সদর মডেল থানার তৎকালীন ওসি মাসুক আলী দণ্ডিত দুইজনের নামে অভিযোগ পত্র দাখিল করেন। ২১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ বিজ্ঞ বিচারক হত্যার অপরাধে উভয় আসামিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানার আদেশ প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান।
হবিগঞ্জে স্কুলছাত্রী জেরিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত আসামিরা হলেন সদর উপজেলার জাকির হোসেন ও পাটলী গ্রামের নূর হোসেন।
আজ বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক সুদীপ্ত দাস আসামি জাকির হোসেনের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আর নূর হোসেন পলাতক।
আদালত সূত্রে জানা গেছে, হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের এসএসসি পরীক্ষার্থী মদিনাতুল কোবরা জেরিনকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল একই গ্রামের জাকির হোসেন। জেরিনের পরিবার বিষয়টি জাকিরের পরিবারকে জানায়। এর জের ধরেই ২০২০ সালের ১৮ জানুয়ারি সকালে বিদ্যালয়ে কোচিং করতে যাওয়ার সময় পরিকল্পিতভাবে জেরিনকে অপহরণের জন্য অটোরিকশায় তুলেন জাকির।
সিএনজি অটোরিকশায় ধস্তাধস্তির একর্পযায়ে গাড়ি থেকে ফেলে দিলে গুরুতর আহত হন জেরিন। পরদিন ১৯ জানুয়ারি সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ওইদিন রাতেই থানায় হত্যা মামলা দায়ের করেন জেরিনের বাবা আব্দুল হাই।
এ ঘটনায় নুর হোসেন ও জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে ১৬৪ ধারায় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা হবিগঞ্জ সদর মডেল থানার তৎকালীন ওসি মাসুক আলী দণ্ডিত দুইজনের নামে অভিযোগ পত্র দাখিল করেন। ২১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ বিজ্ঞ বিচারক হত্যার অপরাধে উভয় আসামিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানার আদেশ প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান।
রাজশাহীর একটি বালুমহালের ইজারা বাতিলের জন্য জেলা প্রশাসককে (ডিসি) ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক নেতা। আজ রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘রাজশাহীর সর্বোস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এই আল্টিমেটাম দেওয়া হয়। মানববন্ধনে বক্তারা ইজারা...
৬ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের আশ্বাসে শাহবাগ থানা ছেড়েছেন শিক্ষার্থীরা। আজ রোববার বেলা দেড়টার দিকে শাহবাগ থানার সামনে থেকে সরে যান তাঁরা।
১০ মিনিট আগেগত বছরের ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকনের বহিষ্কৃত সংগঠক ও সনাতনী জাগরণ জোট নামে একটি সংগঠনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রামের রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত..
১৪ মিনিট আগেঘরের পাশের সীমানা ও কলা গাছ রোপনকে কেন্দ্র করে শনিবার (১৭ মে) বিকেলে সুনীল মাতার সাথে তার বড় ভাই নিখিল মাতার ঝগড়া হয়। এই ঘটনার জেরে রাত ৯টার দিকে নিখিল ও তার ছেলে নীলকান্ত কৃষক সুনীলকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে কর্ততব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন
৩৪ মিনিট আগে