Ajker Patrika

স্কুলছাত্রী জেরিন হত্যা: হবিগঞ্জে ২ জনের মৃত্যুদণ্ড 

হবিগঞ্জ প্রতিনিধি
স্কুলছাত্রী জেরিন হত্যা: হবিগঞ্জে ২ জনের মৃত্যুদণ্ড 

হবিগঞ্জে স্কুলছাত্রী জেরিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত আসামিরা হলেন সদর উপজেলার জাকির হোসেন ও পাটলী গ্রামের নূর হোসেন। 

আজ বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক সুদীপ্ত দাস আসামি জাকির হোসেনের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আর নূর হোসেন পলাতক। 

আদালত সূত্রে জানা গেছে, হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের এসএসসি পরীক্ষার্থী মদিনাতুল কোবরা জেরিনকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল একই গ্রামের জাকির হোসেন। জেরিনের পরিবার বিষয়টি জাকিরের পরিবারকে জানায়। এর জের ধরেই ২০২০ সালের ১৮ জানুয়ারি সকালে বিদ্যালয়ে কোচিং করতে যাওয়ার সময় পরিকল্পিতভাবে জেরিনকে অপহরণের জন্য অটোরিকশায় তুলেন জাকির। 

সিএনজি অটোরিকশায় ধস্তাধস্তির একর্পযায়ে গাড়ি থেকে ফেলে দিলে গুরুতর আহত হন জেরিন। পরদিন ১৯ জানুয়ারি সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ওইদিন রাতেই থানায় হত্যা মামলা দায়ের করেন জেরিনের বাবা আব্দুল হাই। 

এ ঘটনায় নুর হোসেন ও জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে ১৬৪ ধারায় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়। 

মামলার তদন্তকারী কর্মকর্তা হবিগঞ্জ সদর মডেল থানার তৎকালীন ওসি মাসুক আলী দণ্ডিত দুইজনের নামে অভিযোগ পত্র দাখিল করেন। ২১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ বিজ্ঞ বিচারক হত্যার অপরাধে উভয় আসামিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানার আদেশ প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার প্রশাসনিক কাজে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েট শিক্ষক সমিতির

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

দায়িত্ব পেয়েই ‘অনিয়ম দুর্নীতিতে’ মাসুদ রানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত