চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি অনুয়ায়ী শপথ করে ঢাকা থেকে এলাকায় ফিরেই চুনারুঘাট পৌরসভার মরা নদীতে পরিষ্কারের কাজ চালাচ্ছেন। আজ শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দাদের নিয়ে তিনি পরিষ্কারের কাজ শুরু করেন।
সরেজমিনে দেখা গেছে, এলাকাবাসী এবং দেশের বিভিন্ন স্থান থেকে আগত শত শত ‘বিডি ক্লিনের’ সদস্যরা ওই কাজটিতে অংশ নিয়েছেন। সংসদ সদস্য নিজে উপস্থিত থেকে এ কাজের নেতৃত্ব দিচ্ছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার সংসদ সদস্য চুনারুঘাট উপজেলা প্রশাসনের মিলনায়তনে ইউএনও, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়রসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নিয়ে দিকনির্দেশনা ও মতবিনিময় সভা করেন। চুনারুঘাটের পৌর মেয়র মো. সাইফুল আলমকে ওই নদী পুনরুদ্ধারের কাজে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান তিনি। তাঁর আহ্বানে সাড়া দিয়ে পৌর মেয়র, কাউন্সিলরসহ শত শত স্বেচ্ছাসেবী নদী পরিষ্কারের কাজে নেমে পড়েন।
চুনারুঘাট পৌর শহরের বাসিন্দা তাজুল বাহার বলেন, এর আগে নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা মরা খোয়াই নদী পরিষ্কার ও উদ্ধারের ওয়াদা দিলেও ৫০ বছরে কেউ কথা রাখেননি। ৭ জানুয়ারি সংসদ সদস্য নির্বাচিত হয়েই মাত্র দুই সপ্তাহের মধ্যেই কথা রাখলেন ব্যারিস্টার সুমন।
ব্যারিস্টার সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রথমে চুনারুঘাটের মরা নদীকে উদ্ধার করব। তারপর আমার আসনের মাধবপুরে সোনাই নদীর কাজে হাত দেব। ধাপে ধাপে সবই করব।’
হবিগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি অনুয়ায়ী শপথ করে ঢাকা থেকে এলাকায় ফিরেই চুনারুঘাট পৌরসভার মরা নদীতে পরিষ্কারের কাজ চালাচ্ছেন। আজ শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দাদের নিয়ে তিনি পরিষ্কারের কাজ শুরু করেন।
সরেজমিনে দেখা গেছে, এলাকাবাসী এবং দেশের বিভিন্ন স্থান থেকে আগত শত শত ‘বিডি ক্লিনের’ সদস্যরা ওই কাজটিতে অংশ নিয়েছেন। সংসদ সদস্য নিজে উপস্থিত থেকে এ কাজের নেতৃত্ব দিচ্ছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার সংসদ সদস্য চুনারুঘাট উপজেলা প্রশাসনের মিলনায়তনে ইউএনও, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়রসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নিয়ে দিকনির্দেশনা ও মতবিনিময় সভা করেন। চুনারুঘাটের পৌর মেয়র মো. সাইফুল আলমকে ওই নদী পুনরুদ্ধারের কাজে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান তিনি। তাঁর আহ্বানে সাড়া দিয়ে পৌর মেয়র, কাউন্সিলরসহ শত শত স্বেচ্ছাসেবী নদী পরিষ্কারের কাজে নেমে পড়েন।
চুনারুঘাট পৌর শহরের বাসিন্দা তাজুল বাহার বলেন, এর আগে নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা মরা খোয়াই নদী পরিষ্কার ও উদ্ধারের ওয়াদা দিলেও ৫০ বছরে কেউ কথা রাখেননি। ৭ জানুয়ারি সংসদ সদস্য নির্বাচিত হয়েই মাত্র দুই সপ্তাহের মধ্যেই কথা রাখলেন ব্যারিস্টার সুমন।
ব্যারিস্টার সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রথমে চুনারুঘাটের মরা নদীকে উদ্ধার করব। তারপর আমার আসনের মাধবপুরে সোনাই নদীর কাজে হাত দেব। ধাপে ধাপে সবই করব।’
সরেজমিনে জানা যায়, থানচিতে মোট চারটি গণশৌচাগার রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত দুটি শৌচাগার ব্যবসায়ীরা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। একটি শৌচাগার বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে এবং আরেকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।
১ মিনিট আগেঅভিযোগ থেকে জানা যায়, গাজিয়া গ্রামের মৃত নগেন্দ্রনাথ মন্ডলের ছেলে নৃপেন মন্ডল একসময় পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন। গ্রামে ফিরে এসে মাথায় তিলক লাগিয়ে নিজেকে ’সাধু’ হিসেবে পরিচয় দিতে থাকেন। এভাবে সবার আস্থা অর্জন করে তিনি ‘আরামকাঠি সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি’-এর পরিচালক পরিচয়ে গ্রামের মানুষদের কাছ...
২৮ মিনিট আগেউল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনিরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের অবরোধের কারণে ট্রেনের সময়সূচিতে বিপর্যয় ঘটতে পারে। রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস এবং চিলাহাটি ও কুড়িগ্রাম থেকে ঢাকাগামী ননস্টপ ট্রেনগুলোর চলাচলে বিলম্ব হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায়
৩৪ মিনিট আগেস্থানীয়রা জানান, রাত ১২টার দিকে দুর্বৃত্তরা রেজাউল ইসলামকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। এরপর তারা বাড়ির পাশেই তাকে গলা কেটে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
৩৭ মিনিট আগে