Ajker Patrika

ত্রিপুরায় ব্যারাজ বন্ধ করায় কমছে খোয়াই নদের পানি

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১৭: ০৯
Thumbnail image

হবিগঞ্জের খোয়াই নদের পানি কমতে শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে ত্রিপুরায় ব্যারাজ বন্ধ করায় এই নদের পানি কমতে শুরু করেছে। টানা বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পানি গতকাল ও আগের দিন বুধবার খোয়াই নদ বিপৎসীমার ওপর দিয়ে বইছিল।

গতকাল রাত ৮টার দিকে ভারতের ত্রিপুরায় চাকমা গেট নামে খোয়াই নদের ব্যারাজ বন্ধ করা হয়। এর পর থেকে পানি কমতে শুরু করেছে। তাতে স্থানীয় মানুষের মধ্যে কিছুটা স্বস্তি নেমে আসে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন এই তথ্য জানিয়েছেন। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, চাকমা গেট বন্ধ করার বিষয়টি জানানো হয়েছে।

শামীম হাসনাইন বলেন, গতকাল রাত ৮টার দিকে ব্যারাজ বন্ধ করার পর থেকে খোয়াই নদের পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। ব্যারাজ বন্ধ না হলে পানি উপচে বা বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করত।

নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন আরও বলেন, পানি কমলেও এখনো বিপৎসীমার ওপর দিয়ে বইছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত