Ajker Patrika

সিলেটে করোনায় দুজনের মৃত্যু, নতুন আক্রান্ত ২২৮

প্রতিনিধি, সিলেট
আপডেট : ০৪ জুলাই ২০২১, ১৪: ২০
সিলেটে করোনায় দুজনের মৃত্যু, নতুন আক্রান্ত ২২৮

সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২২৮ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া জানান, করোনায় মারা যাওয়া দুজনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৮৩। এর মধ্যে সিলেট জেলার ৩৯৫, সুনামগঞ্জের ৩৩, হবিগঞ্জের ১৯ ও মৌলভীবাজারের ৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ২২৮ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৭১৪। যাঁদের মধ্যে সিলেট জেলায় ১৭ হাজার ৬৯৯, সুনামগঞ্জের ৩ হাজার ৫৬, হবিগঞ্জের ২ হাজার ৮৩৮ ও মৌলভীবাজারের ৩ হাজার ১২১ জন।

শনাক্ত হওয়া ২২৮ জনের ১৩৬ জনই সিলেট জেলার বাসিন্দা। এ ছাড়া সুনামগঞ্জ জেলার ১৭, হবিগঞ্জের ২২ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ২১ জন। আর সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩২ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া একই সময়ে সিলেটের হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন আরও ১৪৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।

সিলেটের চার জেলায় ৪০৬ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাঁদের ৩৮১ জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জে ৮, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে ১৫ জন চিকিৎসা নিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইস্পাহানে বাংকার বাস্টার মারেনি যুক্তরাষ্ট্র, অক্ষত ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম

বাবুই পাখির কান্না কেউ শুনল না, কেটে ফেলা হলো তালগাছটি

ঢাকার সঙ্গে সম্পর্ক মেরামতে বিশেষজ্ঞদের সঙ্গে ভারতের সংসদীয় কমিটির দীর্ঘ বৈঠক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: নান্দাইলে সাবেক এমপি-মন্ত্রীকন্যার বিরুদ্ধে মামলা

গোষ্ঠীস্বার্থে বহু মানুষের স্বপ্ন নষ্ট করেছে এই প্ল্যাটফর্ম: দায়িত্ব ছেড়ে উমামা ফাতেমার পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত