Ajker Patrika

ঢাকায় হামলার প্রতিবাদে সিলেটে বিএনপির ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ২০: ৩২
ঢাকায় হামলার প্রতিবাদে সিলেটে বিএনপির ঝটিকা মিছিল

সিলেটে জামায়াতের মতো ঝটিকা প্রতিবাদ মিছিল করেছেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতা-কর্মীরা। ঢাকায় বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগে নেতা-কর্মীদের হামলাসহ গুলিতে অসংখ্য নেতা-কর্মী আহতের প্রতিবাদে তাৎক্ষণিক এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

আজ শনিবার বিকেল ৫টার দিকে নগরের তাঁতীপাড়ার এইডেট স্কুলের সামনে থেকে শুরু হয়ে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের উদ্যোগে বের হওয়া তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলটি চৌহাট্টায় গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

মিছিলে অংশ নেওয়া সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি মাসরুর রাসেল বলেন, ‘ঢাকায় আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে আমরা রাজপথে বিক্ষোভ করেছি। একা দফা দাবি আদায়ের গণতান্ত্রিক আন্দোলন সফল না হওয়া পর্যন্ত ছাত্রদল ঘরে ফিরে যাবে না। এই গণতান্ত্রিক আন্দোলনে সর্বস্তরের নেতা-কর্মীদের রাজপথ আন্দোলনে সরব থাকার আহ্বান জানাই।’

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ বলেন, ‘জামায়াতের মতো ঝটিকা মিছিল করেছে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতা-কর্মীরা। ৮-১০ মিনিটের মধ্যে মিছিল শেষ করে তারাও চলে যায়। তবে তাদেরও কোনো অনুমতি ছিল না।’

সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে আজ দিনভর অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। কর্মসূচি পালনকালে রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এসব সংঘর্ষে পুলিশসহ কয়েক শ লোক আহত হয়েছেন। 

উল্লেখ্য, আজ সকাল ১০টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তিন মিনিটের ঝটিকা মিছিল করেছে সিলেট মহানগর জামায়াত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত