হবিগঞ্জ প্রতিনিধি
দৈনিক মজুরি ১২০ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণ করে দেওয়ায় খুশি হবিগঞ্জের চা-শ্রমিকেরা। তবে কর্মবিরতি পালন করা এই শ্রমিকেরা আজ রোববার কাজে ফেরেননি।
শ্রমিকেরা বলছেন, রোববার সাপ্তাহিক ছুটির কারণে কাজে ফেরেননি তাঁরা। তবে আগামীকাল সোমবার থেকে যথারীতি কাজে ফিরবেন। কাজে না ফিরলেও ১৭০ টাকা মজুরিকে স্বাগত জানিয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হবিগঞ্জের চা-শ্রমিকেরা।
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী চা-শ্রমিকদের মজুরি ৫০ টাকা বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণ করে দিয়েছেন। এতে হবিগঞ্জের ২৪টি বাগানের শ্রমিকেরা খুবই খুশি।’
তিনি বলেন, ‘তবে আজ রোববার বাগানে সাপ্তাহিক বন্ধের দিন। তাই কোনো শ্রমিক কাজে ফেরেননি। আগামীকাল থেকে যথারীতি কাজে যাবেন। তবে বাগানের মালিক পক্ষ যদি চায়, তাহলে নগদ তলবে শ্রমিকেরা কাজে যেতে প্রস্তুত আছেন।’
বাংলাদেশ চা-শ্রমিক নারী সংগঠনের সাধারণ সম্পাদক সন্ধ্যা রানী ভৌমিক বলেন, ‘আমাদের দাবি ছিল ৩০০ টাকা মজুরি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু ১৭০ টাকা নির্ধারণ করে দিয়েছেন, আমরা তাতেই খুশি। আমরা আনন্দ নিয়ে সোমবার থেকে কাজে ফিরে যাব।’
তিনি আরও বলেন, ‘আন্দোলন চলাকালে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে খারাপ আচরণ করছি এবং রাস্তা অবরোধ করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করেছি। এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’
দৈনিক মজুরি ১২০ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণ করে দেওয়ায় খুশি হবিগঞ্জের চা-শ্রমিকেরা। তবে কর্মবিরতি পালন করা এই শ্রমিকেরা আজ রোববার কাজে ফেরেননি।
শ্রমিকেরা বলছেন, রোববার সাপ্তাহিক ছুটির কারণে কাজে ফেরেননি তাঁরা। তবে আগামীকাল সোমবার থেকে যথারীতি কাজে ফিরবেন। কাজে না ফিরলেও ১৭০ টাকা মজুরিকে স্বাগত জানিয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হবিগঞ্জের চা-শ্রমিকেরা।
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী চা-শ্রমিকদের মজুরি ৫০ টাকা বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণ করে দিয়েছেন। এতে হবিগঞ্জের ২৪টি বাগানের শ্রমিকেরা খুবই খুশি।’
তিনি বলেন, ‘তবে আজ রোববার বাগানে সাপ্তাহিক বন্ধের দিন। তাই কোনো শ্রমিক কাজে ফেরেননি। আগামীকাল থেকে যথারীতি কাজে যাবেন। তবে বাগানের মালিক পক্ষ যদি চায়, তাহলে নগদ তলবে শ্রমিকেরা কাজে যেতে প্রস্তুত আছেন।’
বাংলাদেশ চা-শ্রমিক নারী সংগঠনের সাধারণ সম্পাদক সন্ধ্যা রানী ভৌমিক বলেন, ‘আমাদের দাবি ছিল ৩০০ টাকা মজুরি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু ১৭০ টাকা নির্ধারণ করে দিয়েছেন, আমরা তাতেই খুশি। আমরা আনন্দ নিয়ে সোমবার থেকে কাজে ফিরে যাব।’
তিনি আরও বলেন, ‘আন্দোলন চলাকালে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে খারাপ আচরণ করছি এবং রাস্তা অবরোধ করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করেছি। এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
১ ঘণ্টা আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৮ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৯ ঘণ্টা আগে