Ajker Patrika

মৌলভীবাজারে একদিনে আরও ১৪০ জনের করোনা শনাক্ত

প্রতিনিধি, মৌলভীবাজার
মৌলভীবাজারে একদিনে আরও ১৪০ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজার জেলায় প্রতিদিনই আশঙ্কাজনক হারে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ১৪০ জন। আজ রোববার সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

মৌলভীবাজার জেলার ৩৮৭ জনের নমুনা পরীক্ষা করে ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ১৮ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫৫৯ জনে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৮ জন সুস্থ হয়েছেন। তবে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। 

নতুন শনাক্ত ১৪০ জনের মধ্যে মৌলভীবাজারে ২৫০ শয্যা হাসপাতালের ২৭ জন, জুড়ীর ৪ জন, শ্রীমঙ্গলের ২ জন, কমলগঞ্জের ২২ জন, বড়লেখার ৩৫ জন, কুলাউড়ার ৪৬ জন, রাজনগরের ৪ জন। এ নিয়ে জেলায় ৫ হাজার ৫৫৯ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। 

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৪৮ জনের মধ্যে ২৫০ শয্যা সদর হাসপাতালের ২ জন, জুড়ীর ২৪ জন, শ্রীমঙ্গলের ১২ জন, কমলগঞ্জের ৯ জন ও রাজনগরের ১ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮১২ জনে। 

জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬০ জন। যাদের মধ্যে রাজনগরে ৪ জন, কুলাউড়া ৩ জন, বড়লেখায় ৩ জন, কমলগঞ্জে ৩ জন, শ্রীমঙ্গলে ১০ জন, জুড়ী ৪ এবং সদর হাসপাতালের ৩৩ জন রয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালদূষণকারী কারখানা পেল পরিবেশবান্ধব পুরস্কার

ইস্পাহানে বাংকার বাস্টার মারেনি যুক্তরাষ্ট্র, অক্ষত ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম

ঢাকার সঙ্গে সম্পর্ক মেরামতে বিশেষজ্ঞদের সঙ্গে ভারতের সংসদীয় কমিটির দীর্ঘ বৈঠক

বাবুই পাখির কান্না কেউ শুনল না, কেটে ফেলা হলো তালগাছটি

নামের ভুলে বেতন বন্ধ ৫,০০০ শিক্ষক-কর্মচারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত