Ajker Patrika

শ্রীমঙ্গলে টমটম পার্কিং নিয়ে সংঘর্ষ, সাবেক মেয়রসহ আটক ১৪

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  
আপডেট : ৩১ মার্চ ২০২৫, ১৬: ০৫
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যৌথ বাহিনীর হাতে আটক বিএনপির নেতা মহসিন মিয়া মধুসহ আটক ব্যক্তিরা। ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যৌথ বাহিনীর হাতে আটক বিএনপির নেতা মহসিন মিয়া মধুসহ আটক ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় তিন চাকার যান টমটম পার্কিং নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধুর সঙ্গে পশ্চিম ভাড়াউড়া গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়।

গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে শ্রীমঙ্গল শহরের গদারবাজার এলাকার এ ঘটনা ঘটে। খবর পেয়ে মহসিন মিয়া মধু ও তাঁর ভাই সেলিম মিয়াসহ তাঁদের পক্ষের ১৪ জনকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল। ঘটনা নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

এদিকে ঈদুল ফিতরের ছুটিতে শ্রীমঙ্গলে বেড়াতে আসা পর্যটকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, শহরের গদারবাজার এলাকায় সাবেক মেয়র মহসিন মিয়া মধুর বিনা লাভের বাজারের সামনে টমটম পার্কিং করেন একজন চালক। এ ঘটনা নিয়ে মধু মিয়ার সঙ্গে পশ্চিম ভাড়াউড়া এলাকার কয়েকজন সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মধু মিয়ার সঙ্গে টমটমচালকদের পক্ষে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আনার মিয়ার হাতাহাতি হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

খবর পেয়ে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সহযোগিতায় শহরে দোকানপাটে আটকে পড়া সাধারণ মানুষ নিরাপদে সরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া বেশ কয়েকটি দোকান ও গাড়ি ভাঙচুর করা হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, শ্রীমঙ্গলে সাবেক মেয়র মহসিন মিয়া মধুর বিনা লাভের বাজারে হামলার ঘটনায় দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে মধু মিয়াসহ ১৪ জনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত