Ajker Patrika

শিক্ষক উৎপল কুমার হত্যার বিচার দাবিতে সমাবেশ মৌলভীবাজারে

মৌলভীবাজার প্রতিনিধি
Thumbnail image

সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার বিচার দাবিতে মৌলভীবাজারে প্রগতিশীল সংগঠনের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সমাবেশে নড়াইলের কলেজশিক্ষক অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে নির্যাতনের প্রতিবাদ জানানো হয়েছে। এ সময় এসব ঘটনায় জড়িতের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা। 
আজ মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে এ প্রতিবাদী সমাবেশ হয়। উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা কমিটির সহসভাপতি জহর লাল দত্ত সমাবেশে সভাপতিত্ব করেন।

সমাবেশে বক্তারা বলেন, একজন ছাত্রের হাতে শিক্ষক হত্যার ঘটনা আমাদের সমাজের অবক্ষয়কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই ঘটনার আড়ালে কারও মদদ আছে কিনা সেটি খতিয়ে দেখতে হবে। এ ছাড়া নড়াইলে পুলিশের সামনে শিক্ষক নির্যাতনের ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনতে হবে।

ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি সুমন কান্তি দাশের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সিপিবি জেলা সভাপতি খন্দকার লুৎফুর রহমান, জেলা যুব ইউনিয়নের সভাপতি মাসুক মিয়া, উদীচী শিল্পীগোষ্ঠী জেলা কমিটির সাধারণ সম্পাদক রামেন্দ্র চন্দ্র দাস, শিক্ষক ফোরামের নেতা দিলীপ দেবনাথ, সংস্কৃতিকর্মী মীর ইউসুফ আলী, নির্বেন্দু নির্ধুত তপু, লক্ষণ অধিকারী, ছাত্রনেতা বিশ্বজিৎ নন্দী, প্রশান্ত কৈরী, রাজীব সূত্রধর প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত