প্রতিনিধি
জৈন্তাপুর (সিলেট): সিলেট জৈন্তাপুর উপজেলায় পরিবেশের ক্ষতি করে পাহাড় ও টিলা কর্তন এবং পাথর উত্তোলন রোধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। আজ বুধবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত জৈন্তাপুর উপজেলার আলুবাগান, মোকামপুঞ্জি সুপারি জুম এবং ৪ নম্বর বাংলাবাজার এলাকার ক্রাশার মিল গুলোতে এ অভিযান চালানো হয়।
অভিযানে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ১১টি মেশিন ধ্বংস করা হয়। এ ছাড়া ৪ নম্বর বাংলা বাজার এলাকার নদীর পাড় কর্তন কাজে জড়িত থাকায় দুজনকে আটক করা হয়। পরে জন প্রতি ৫০ হাজার টাকা হারে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করে তাঁদের ছেড়ে দেওয়া হয়। সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালক এমরান হোসেনের নেতৃত্বে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ ও গোয়েন্দা সংস্থার টিম এ অভিযানে অংশ নেয়।
জানা যায়, জৈন্তাপুর উপজেলার ফতেপুর (হরিপুর), চারিকাটা, নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়নের টিলা ও পাহাড় কর্তন করে পরিবেশের বিপর্যয় সৃষ্টি করে আসছে প্রভাবশালী পাথর ও ভূমি খেকু চক্র। নির্বিচারে পরিবেশের ক্ষতি সাধন করে আসছেন তাঁরা। কিছু আগে পূর্বে সিলেটে সিরিজ ভূকম্পের উৎপত্তি স্থল হিসেবে জৈন্তাপুর শনাক্ত হয়। ভূমিকম্পের জোন হিসেবে চিহ্নিত হয়েছে জৈন্তাপুর উপজেলাও। পাহাড় টিলা কর্তন এবং পাথর উত্তোলন বন্ধ করে পরিবেশ রক্ষা করতে একটি বিশেষ গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযানে নামে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, মোকামপুঞ্জি খাসিয়া আধিবাসী নেতা হেনরী লামিন, ভিভেনসন খাসিয়া ও মিম খাসিয়া তাঁদের সুপারি জুম খনন করে পাথর উত্তোলন করা আসছিলেন। এখানে ব্যবহৃত ৫টি শ্যালো মেশিন, ২টি পাম্প মেশিন পুড়ে ফেলা হয়। অপরদিকে ৪নম্বর বাংলাবাজার স্কুলের পেছনে নদীর ধারে অভিযান পরিচালনা করে ৪টি শ্যালো মেশিন ধ্বংস করা হয়।
অধিদপ্তর আরও জানায়, সুপারি জুম, পাহাড় টিলা, নদীর পাড় খনন কাজে জড়িতদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে নোটিশ করা হবে। নোটিশের জবাব না পেলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক এমরান হোসেন জানান, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তাপুর (সিলেট): সিলেট জৈন্তাপুর উপজেলায় পরিবেশের ক্ষতি করে পাহাড় ও টিলা কর্তন এবং পাথর উত্তোলন রোধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। আজ বুধবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত জৈন্তাপুর উপজেলার আলুবাগান, মোকামপুঞ্জি সুপারি জুম এবং ৪ নম্বর বাংলাবাজার এলাকার ক্রাশার মিল গুলোতে এ অভিযান চালানো হয়।
অভিযানে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ১১টি মেশিন ধ্বংস করা হয়। এ ছাড়া ৪ নম্বর বাংলা বাজার এলাকার নদীর পাড় কর্তন কাজে জড়িত থাকায় দুজনকে আটক করা হয়। পরে জন প্রতি ৫০ হাজার টাকা হারে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করে তাঁদের ছেড়ে দেওয়া হয়। সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালক এমরান হোসেনের নেতৃত্বে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ ও গোয়েন্দা সংস্থার টিম এ অভিযানে অংশ নেয়।
জানা যায়, জৈন্তাপুর উপজেলার ফতেপুর (হরিপুর), চারিকাটা, নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়নের টিলা ও পাহাড় কর্তন করে পরিবেশের বিপর্যয় সৃষ্টি করে আসছে প্রভাবশালী পাথর ও ভূমি খেকু চক্র। নির্বিচারে পরিবেশের ক্ষতি সাধন করে আসছেন তাঁরা। কিছু আগে পূর্বে সিলেটে সিরিজ ভূকম্পের উৎপত্তি স্থল হিসেবে জৈন্তাপুর শনাক্ত হয়। ভূমিকম্পের জোন হিসেবে চিহ্নিত হয়েছে জৈন্তাপুর উপজেলাও। পাহাড় টিলা কর্তন এবং পাথর উত্তোলন বন্ধ করে পরিবেশ রক্ষা করতে একটি বিশেষ গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযানে নামে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, মোকামপুঞ্জি খাসিয়া আধিবাসী নেতা হেনরী লামিন, ভিভেনসন খাসিয়া ও মিম খাসিয়া তাঁদের সুপারি জুম খনন করে পাথর উত্তোলন করা আসছিলেন। এখানে ব্যবহৃত ৫টি শ্যালো মেশিন, ২টি পাম্প মেশিন পুড়ে ফেলা হয়। অপরদিকে ৪নম্বর বাংলাবাজার স্কুলের পেছনে নদীর ধারে অভিযান পরিচালনা করে ৪টি শ্যালো মেশিন ধ্বংস করা হয়।
অধিদপ্তর আরও জানায়, সুপারি জুম, পাহাড় টিলা, নদীর পাড় খনন কাজে জড়িতদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে নোটিশ করা হবে। নোটিশের জবাব না পেলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক এমরান হোসেন জানান, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
২৫ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২৮ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৩৫ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৩৯ মিনিট আগে