জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে দিনমজুরের কাজে না যাওয়াকে কেন্দ্রে করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ১৭ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত ব্যক্তিরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছেন। এ ঘটনায় পুলিশ উভয় পক্ষের ১২ জনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রোববার কাতিয়া গ্রামের রাসেল আহমদের একই গ্রামের আলী মিয়ার বাড়িতে দিনমজুরের কাজে যাওয়ার কথা ছিল। রাসেল সেদিন কাজে না যাওয়ায় তাঁর সঙ্গে আলী মিয়ার হাতাহাতি হয়। এর মীমাংসা করতে আজ সকালে গ্রামে সালিস বৈঠক বসে। সালিসে উভয় পক্ষ বিবাদে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৪০ জন আহত হন।
এর মধ্যে গুরুত্বর আহত আবু সাইদ, লিটু মিয়া, আবুল হোসেন, নানু মিয়া, নাইম হোসেন, রুকন মিয়া, চানু মিয়া, আনর মিয়া, আছাব আলী, নুনু মিয়া, ছায়েদুর রহমান, দিলোয়ার হোসেন, খেদুল মিয়া, জায়েদ মিয়া, আজিজুর রহমান, সানু মিয়া, রেনু মিয়াসহ ১৭ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় ইউপি সদস্য কাহির মিয়া আজকের পত্রিকাকে জানান, রোববার তুচ্ছ বিষয় নিয়ে রাসেল ও আলী মিয়ার মধ্যে কথা-কাটাকাটির জেরে হাতাহাতি হয়। এরই জেরে আজ দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ আজকের পত্রিকাকে জানান, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে উভয় পক্ষের ১২ জনকে আটক করা হয়। পরে তাঁদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সুনামগঞ্জের জগন্নাথপুরে দিনমজুরের কাজে না যাওয়াকে কেন্দ্রে করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ১৭ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত ব্যক্তিরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছেন। এ ঘটনায় পুলিশ উভয় পক্ষের ১২ জনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রোববার কাতিয়া গ্রামের রাসেল আহমদের একই গ্রামের আলী মিয়ার বাড়িতে দিনমজুরের কাজে যাওয়ার কথা ছিল। রাসেল সেদিন কাজে না যাওয়ায় তাঁর সঙ্গে আলী মিয়ার হাতাহাতি হয়। এর মীমাংসা করতে আজ সকালে গ্রামে সালিস বৈঠক বসে। সালিসে উভয় পক্ষ বিবাদে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৪০ জন আহত হন।
এর মধ্যে গুরুত্বর আহত আবু সাইদ, লিটু মিয়া, আবুল হোসেন, নানু মিয়া, নাইম হোসেন, রুকন মিয়া, চানু মিয়া, আনর মিয়া, আছাব আলী, নুনু মিয়া, ছায়েদুর রহমান, দিলোয়ার হোসেন, খেদুল মিয়া, জায়েদ মিয়া, আজিজুর রহমান, সানু মিয়া, রেনু মিয়াসহ ১৭ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় ইউপি সদস্য কাহির মিয়া আজকের পত্রিকাকে জানান, রোববার তুচ্ছ বিষয় নিয়ে রাসেল ও আলী মিয়ার মধ্যে কথা-কাটাকাটির জেরে হাতাহাতি হয়। এরই জেরে আজ দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ আজকের পত্রিকাকে জানান, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে উভয় পক্ষের ১২ জনকে আটক করা হয়। পরে তাঁদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
২০ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
২১ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
৩৭ মিনিট আগেমাঝনদীতে আটকা পড়া এসব ফেরিতে ১৫টির মতো যাত্রীবাহী বাস আছে। এসব বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে পাটুরিয়া ঘাটে ৩০টির মতো যাত্রীবাহী বাস এবং শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।
১ ঘণ্টা আগে