Ajker Patrika

এবার ব্যারিস্টার সুমনকে আচরণবিধি ভঙ্গের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ২৩: ১৭
এবার ব্যারিস্টার সুমনকে আচরণবিধি ভঙ্গের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ

জনাকীর্ণ বাজারে রাস্তা বন্ধ করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে। নির্বাচনী অনুসন্ধান কমিটি এর ব্যাখ্যা দিতে আজ সোমবার (৪ ডিসেম্বর) ব্যারিস্টার সুমনকে এক পত্রে নির্দেশ দিয়েছে। 

হবিগঞ্জ-৪ আসনের অনুসন্ধান কমিটি কার্যালয় থেকে হবিগঞ্জ সদর আদালতের সিনিয়র সহকারী জজ সবুজ পাল এই নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক আগামী ৭ ডিসেম্বর ব্যাখ্যা দেবেন বলে জানিয়েছেন সুমন। 

নির্বাচন অনুসন্ধান কমিটির দেওয়া পত্রে বলা হয়, গত ২ ডিসেম্বর সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার গাজীপুরের আসামপাড়া বাজারে এক নির্বাচনী জনসভা করেন ব্যারিস্টার সুমন। প্রথমত, বাজারটি জনাকীর্ণ। দ্বিতীয়ত, ওই নির্বাচনী সমাবেশের জন্য বাজারের তিন রাস্তার মোড়সহ বাজারের ওপর দিয়ে চলাচলকারী প্রধান তিনটি সড়ক বন্ধ করে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হয়। তৃতীয়ত, উক্ত নির্বাচনী সমাবেশের বিষয়ে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করা হয়নি। 

ফলে, আপনার (সুমন) উক্ত কার্য দ্বারা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি-০৬ (খ, গ, ঘ) ভঙ্গ করা হয়েছে বলে অত্র নির্বাচনী অনুসন্ধান কমিটির নিকট প্রতীয়মান হয়েছে। আগামী ০৭ ডিসেম্বরের মধ্যে আপনাকে অত্র কমিটির নিকট লিখিত ব্যাখ্যা দাখিল করার নির্দেশ দেওয়া হলো। 

আগামী ৭ ডিসেম্বর এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দেবেন জানিয়ে ব্যারিস্টার সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বাংলাদেশের যেকোনো জায়গায় গেলে মানুষ ভালোবেসে আমাকে দেখার জন্য ছুটে আসে। সেদিন ও বিকল্প হয় নাই। কিন্তু বুঝতে পারিনি সেখানে এত মানুষ হবে। সেদিন সেখানে বাইরের এলাকার লোকজন গিয়ে ভিড় বাড়িয়েছেন। তবে আমি নির্বাচনী আচরণ বিধিমালা মেনে চলতে চাই।’ 
 
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেবী চন্দ বলেন, ‘এটা নির্বাচন অনুসন্ধান কমিটির বিষয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত