Ajker Patrika

মৌলভীবাজারে ১০৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

প্রতিনিধি, মৌলভীবাজার
মৌলভীবাজারে ১০৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

মৌলভীবাজার জেলায় প্রতিদিনই আশঙ্কাজনক হারে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন ১০৬ জন। একই সময়ে মারা গেছেন আরও ১ জন। আজ সোমবার সিভিল সার্জন অফিসের করোনা সংক্রান্ত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে জানানো হয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ৩০৯ জনের নমুনা পরীক্ষা করে ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক ৩ শতাংশ। এর মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৬৭ জন, জুড়ীর ১ জন, শ্রীমঙ্গলের ৯ জন, কমলগঞ্জের ৩ জন, বড়লেখার ৪ জন, কুলাউড়ায় ১৯ জন, রাজনগরের ৩ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৫৪৯ জন। 

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫৮ জন। এর মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৩৫ জন, শ্রীমঙ্গলের ৯ জন, কমলগঞ্জের ৫৬ জন, বড়লেখার ৫৮ জন। এ নিয়ে মৌলভীবাজারে মোট সুস্থ রোগীর সংখ্যা ৪ হাজার ৪০৩ জন। 

গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন। তিনি মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে জলায় করোনায় মারা যাওয়া সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে। যাদের মধ্যে রাজনগরে ৪ জন, কুলাউড়ায় ৪ জন, বড়লেখায় ৪ জন, কমলগঞ্জে ৩ জন, শ্রীমঙ্গলে ১০ জন, জুড়ীতে ৪ এবং সদর হাসপাতালের ৩৫ জন রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালদূষণকারী কারখানা পেল পরিবেশবান্ধব পুরস্কার

ঢাকার সঙ্গে সম্পর্ক মেরামতে বিশেষজ্ঞদের সঙ্গে ভারতের সংসদীয় কমিটির দীর্ঘ বৈঠক

ইস্পাহানে বাংকার বাস্টার মারেনি যুক্তরাষ্ট্র, অক্ষত ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম

বাবুই পাখির কান্না কেউ শুনল না, কেটে ফেলা হলো তালগাছটি

গোষ্ঠীস্বার্থে বহু মানুষের স্বপ্ন নষ্ট করেছে এই প্ল্যাটফর্ম: দায়িত্ব ছেড়ে উমামা ফাতেমার পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত