Ajker Patrika

শান্তিগঞ্জে ঘোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ২

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১৫: ১২
শান্তিগঞ্জে ঘোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ২

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাড়ির সামনে পালিত ঘোড়া বাঁধাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শিমুলবাক ইউনিয়নের থালেরবন্দ গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন থলেরবন্দ গ্রামের মৃত রহিম আলীর ছেলে নুর মোহাম্মদ (২২) এবং একই গ্রামের মৃত নৈমুল্লাহর ছেলে আব্দুল আওয়াল (৫৫)। 

পুলিশ বলছে, সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে থলেরবন্দ গ্রামে আশিক মিয়ার বাড়ির সামনে শের আলী তাঁর পালিত একটি ঘোড়া বেঁধে রাখেন। একসময় ওই ঘোড়ার লাথিতে আশিক মিয়ার ছেলে আঘাত পান। এ নিয়ে আশিক আলীর ভাই সাহার আলী বাড়ির সামনে ঘোড়া বেঁধে রাখার কারণ জিজ্ঞাসা করলে শের আলীর লোকজন তাঁকে মারধর করে। এরই জের ধরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের বাড়িঘর ভাঙচুর করে। 

এ সময় মারামারিতে উভয় পক্ষের প্রায় সাত থেকে আট জন আহত হয়। সংঘর্ষে আশিক আলীর পক্ষের নুর মোহাম্মদ লাঠির আঘাতে মাথায় গুরুতর জখম হন এবং শের আলীর পক্ষের আব্দুল আওয়াল ইট-পাটকেলের আঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে আব্দুল আওয়ালকে ভর্তি করা হয়। অবস্থা বেশি গুরুতর হওয়ায় সেখানকার চিকিৎসকেরা নুর মোহাম্মদকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সিলেটে যাওয়ার পথে মৃত্যু হয় নুর মোহাম্মদের। 

এ ঘটনায় অভিযান চালিয়ে আশিক আলীর পক্ষের দুজন এবং শের আলীর পক্ষের চারজনকে আটক করা হয়। 

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘোড়ার লাথি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন মারা যাওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত