সিলেট প্রতিনিধি
সিলেটে ছাত্রলীগ নেতাকর্মী পরিচয়ে পিক-আপ চালককে ছুরিকাঘাত করে গরু ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে সিলেট নগরের নাইওরপুল এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সোবহানীঘাট ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রিপন।
সোবহানীঘাট ফাঁড়ির এসআই রিপন বলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে গরু ব্যবসায়ী ফারুক উদ্দিন পিক-আপে করে গরু নিয়ে আসছিলেন। পথে কিছু ছিনতাইকারী তাদের পথরোধ করে একটি গরু ছিনিয়ে নেয়। আজ শুক্রবার ওই গরুসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে তার নাম বলা যাচ্ছে না।
ভুক্তভোগী গরু ব্যবসায়ী ফারুক উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় এলাকা থেকে পিক-আপ ভ্যানে করে ৬টি গরু আনছিলেন। গরু নিয়ে নগরে প্রবেশ করলে কয়েকটি মোটরসাইকেলে কিছু যুবক তাদের পথরোধ করেন। এ সময় তারা নিজেদের ছাত্রলীগের নেতাকর্মী বলে দাবি করেন। পরে পিক-আপে থাকা ছয়টি গরুর একটি ছিনিয়ে নেন তারা। পরে গরুর মালিককে ফোন করে চাঁদা দাবি করা হয়। এ সময় পিক-আপ চালককে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
ড্রাইভারকে ছুরিকাঘাত করার ঘটনায় পুলিশ ও শ্রমিক নেতাদের মধ্যে বাকবিতন্ডার জের ধরে শ্রমিক নেতারা নাইওরপুল-সোবহানীঘাট রাস্তা অবরোধ করেন। পরে পুলিশের আশ্বাসের ভিত্তিতে রাত ১টার দিকে তারা সড়ক থেকে অবরোধ তুলে নেন।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ‘মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক একটি গরু ছিনতাই করে। পিকআপ চালকের অভিযোগ তারা নিজেদের ছাত্রলীগ নেতা হিসেবে পরিচয় দিয়েছে। এ ঘটনায় আহত পিকআপ চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছি।’
ঢাকার সমাবেশে থাকায় ছাত্রলীগের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আরও পড়ুন—
সিলেটে ছাত্রলীগ নেতাকর্মী পরিচয়ে পিক-আপ চালককে ছুরিকাঘাত করে গরু ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে সিলেট নগরের নাইওরপুল এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সোবহানীঘাট ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রিপন।
সোবহানীঘাট ফাঁড়ির এসআই রিপন বলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে গরু ব্যবসায়ী ফারুক উদ্দিন পিক-আপে করে গরু নিয়ে আসছিলেন। পথে কিছু ছিনতাইকারী তাদের পথরোধ করে একটি গরু ছিনিয়ে নেয়। আজ শুক্রবার ওই গরুসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে তার নাম বলা যাচ্ছে না।
ভুক্তভোগী গরু ব্যবসায়ী ফারুক উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় এলাকা থেকে পিক-আপ ভ্যানে করে ৬টি গরু আনছিলেন। গরু নিয়ে নগরে প্রবেশ করলে কয়েকটি মোটরসাইকেলে কিছু যুবক তাদের পথরোধ করেন। এ সময় তারা নিজেদের ছাত্রলীগের নেতাকর্মী বলে দাবি করেন। পরে পিক-আপে থাকা ছয়টি গরুর একটি ছিনিয়ে নেন তারা। পরে গরুর মালিককে ফোন করে চাঁদা দাবি করা হয়। এ সময় পিক-আপ চালককে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
ড্রাইভারকে ছুরিকাঘাত করার ঘটনায় পুলিশ ও শ্রমিক নেতাদের মধ্যে বাকবিতন্ডার জের ধরে শ্রমিক নেতারা নাইওরপুল-সোবহানীঘাট রাস্তা অবরোধ করেন। পরে পুলিশের আশ্বাসের ভিত্তিতে রাত ১টার দিকে তারা সড়ক থেকে অবরোধ তুলে নেন।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ‘মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক একটি গরু ছিনতাই করে। পিকআপ চালকের অভিযোগ তারা নিজেদের ছাত্রলীগ নেতা হিসেবে পরিচয় দিয়েছে। এ ঘটনায় আহত পিকআপ চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছি।’
ঢাকার সমাবেশে থাকায় ছাত্রলীগের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আরও পড়ুন—
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার কাইচাবাড়িতে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পেছনের প্রাচীর ঘেঁষে বেশ কিছু বহুতল ভবন। এগুলোর মধ্যে তিনতলা একটি ভবনের মালিক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এস এম বদরুল আলমের স্ত্রী মাসুমা খানম। ৬ শতাংশ জমির ওপর এই বাড়ি নির্মিত হয়েছে ২০১৪ সালে।
৩ ঘণ্টা আগেযশোরের চৌগাছায় প্রথমবারের মতো লাল আঙুর চাষ করে সফল হয়েছেন দক্ষিণ কোরিয়াপ্রবাসী কামরুজ্জামান এপিল। উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের রসুলপুর গ্রামের ওই প্রবাসী কৃষকের দুই বিঘা জমির আঙুরের বাগানে থোকায় থোকায় ঝুলছে লাল আঙুর।
৩ ঘণ্টা আগেস্মার্ট কার্ড জটিলতায় দিনাজপুরের ফুলবাড়ীতে পাঁচ মাস ধরে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য পায়নি উপজেলার ১৭ হাজার ৮২৫ সুবিধাভোগী পরিবার। দীর্ঘদিন ধরে পণ্য না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন ভুক্তভোগীরা।
৩ ঘণ্টা আগেদেশের সর্বদক্ষিণের উপকূলীয় জেলা বরগুনার দুটি গুরুত্বপূর্ণ শ্বাসমূলীয় বন টেংরাগিরি ও হরিণঘাটা। কিন্তু ঝড়, জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক বিপর্যয়ে বন দুটি ক্রমেই অস্তিত্ব হারাতে বসেছে। সাগরের তীব্র ঢেউয়ে ভূমিক্ষয়ের কবলে ধীরে ধীরে সংরক্ষিত এ দুটি বনাঞ্চলের আয়তন কমে যাচ্ছে।
৩ ঘণ্টা আগে