Ajker Patrika

সিলেটে করোনায় আরও দুজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৮

প্রতিনিধি
সিলেটে করোনায় আরও দুজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৮

সিলেট: সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১১৮ জন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. সুলতানা রাজিয়া বলেন, গত ২৪ ঘণ্টায় সিলেটে ১১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলার ৫৯ জন, সুনামগঞ্জের ১০ জন, হবিগঞ্জে ৯ জন, মৌলভীবাজারে ১৬ জন ও সিলেট ওসমানী মেডিকেলে আরও ২৪ জনের করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত জেলায় মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৮০৮ জন।

করোনায় মারা যাওয়া দুজন সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনায় ৪৩৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় সবচেয়ে বেশি ৩৫৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ৩১ জন মারা গেছেন।

অন্যদিকে একদিনে সুস্থ হয়েছেন ৮৫ জন। এর মধ্যে সিলেট জেলার ৭০ জন ও সুনামগঞ্জের ১৫ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন করোনা রোগী। এর মধ্যে সিলেটের নয়জন ও সুনামগঞ্জে একজন রয়েছেন। এ ছাড়া সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৪৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ২২৫ জন, সুনামগঞ্জে ১ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে ২১ জন চিকিৎসা নিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে ‘মেগাস্টার’ শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ

দুদকের আতশ কাচের নিচে ছয় সাবেক মুখ্য সচিব

১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে: শহীদ আবু সাঈদের ভাই

গায়ের জোরে পদ্মা সেতুর দুর্নীতি মামলা বসিয়ে দেওয়া হয়: দুদক চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত