Ajker Patrika

দেশে চায়ের উৎপাদন আরও ১ কোটি কেজি বাড়ানো সম্ভব

সিলেট প্রতিনিধি
দেশে চায়ের উৎপাদন আরও ১ কোটি কেজি বাড়ানো সম্ভব

চায়ের উৎপাদন আরও এক থেকে দেড় কোটি কেজি বাড়ানো সম্ভব বলে জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) গবেষকেরা। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ভার্চুয়াল সম্মেলন কক্ষে ‘চা উৎপাদনে উপকারী আর্থোপোড সংরক্ষণে ছায়াবৃক্ষের ভূমিকা’ শীর্ষক সেমিনারে গবেষকেরা এসব তথ্য জানান। 

এ সময় তাঁরা বলেন, বাংলাদেশে প্রতি বছর সাড়ে ৮ সাড়ে ৯ কোটি কেজি চা উৎপন্ন হয়ে থাকে। আর চা ব্যবহার হয়ে থাকে ৯ থেকে সাড়ে ৯ কোটি কেজি। বর্তমানে চা-বাগানের অব্যবহৃত জমি সঠিকভাবে ব্যবহার করার পাশাপাশি ২০ ফুট দূরত্ব বজায় রেখে ছায়াবৃক্ষ লাগালে সর্বোচ্চ চা উৎপাদন করা সম্ভব। 

উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আব্দুল মুকিতের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (সাউরেস) পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ ছফিউল্লাহ ভূইয়া। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা। 

ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা বলেন, ‘আমাদের নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি পণ্য রপ্তানির সুযোগ তৈরি করতে হবে।’ 

সেমিনারে প্রফেসর ড. মো. আব্দুল মালেক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. রুল ইসলাম, কীটতত্ত্ব বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক চৌধুরীসহ অন্যান্য বিভাগের চেয়ারম্যানেরা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত