Ajker Patrika

শাবিপ্রবি জিইবি বিভাগের সঙ্গে বিনার সমঝোতা চুক্তি

সিলেট প্রতিনিধি
শাবিপ্রবি জিইবি বিভাগের সঙ্গে বিনার সমঝোতা চুক্তি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের (জিইবি) সঙ্গে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন। 

উপাচার্য বলেন, একটা সময় আমাদের দেশে অধিক পরিমাণ জমিতে অল্প ফসল উৎপাদন হতো তবে বর্তমানে অল্প জমিতে অধিক উৎপাদন সম্ভব হচ্ছে। এই সফলতার পেছনে ভূমিকা রেখেছে বিনার মতো প্রতিষ্ঠানগুলো। আমাদের শিক্ষার্থীরা বিনার সঙ্গে কাজ করার মাধ্যমে ফসলের নতুন জাত উদ্ভাবন করতে পারবে। বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা অভিজ্ঞতা অর্জন করতে পারবে। শাবিপ্রবি সঙ্গে বিনা'র এই চুক্তি নিঃসন্দেহে বিভিন্ন উদ্ভাবনে এক যুগান্তকারী ভূমিকা পালন করবে। 

চুক্তি অনুসারে, শাবিপ্রবির শিক্ষার্থীরা বিনার সঙ্গে যৌথভাবে গবেষণার মাধ্যমে পারমাণবিক কৌশল কাজে লাগিয়ে কৃষি খাতে নতুন অধিক উৎপাদনশীল ফসলের জাত উদ্ভাবন, ভূমি ও পানির উত্তম ব্যবস্থাপনা, ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য নতুন কলাকৌশল উদ্ভাবন এবং ফসলের রোগ ও পোকামাকড় ব্যবস্থাপনায় কাজ করতে পারবেন। শাবিপ্রবির শিক্ষার্থীরা বিনার উন্নত ল্যাবগুলো ব্যবহার করার সুযোগ পাবেন। এ ছাড়া, বিনার মাধ্যমে উন্নত প্রশিক্ষণ গ্রহণ ছাড়াও এসব প্রতিষ্ঠানে ইন্টার্ন করার সুযোগ পাবে। 

চুক্তি স্বাক্ষরকালে আরও উপস্থিত ছিলেন, স্কুল অব লাইফ সায়েন্সের ডিন অধ্যাপক ড. এস এম আবু সায়েম, জিইবি বিভাগের প্রধান অধ্যাপক ড. শামসুল হক প্রধান, অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, অধ্যাপক ড. মো. ফারুক মিয়া, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম প্রমুখ ব্যক্তি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত