জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে স্ত্রীকে মারধর ও চুল কাটার অভিযোগে জামাইয়ের বিরুদ্ধে মামলার করেছেন শাশুড়ি। আজ রোববার গ্রেপ্তার যুবককে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার রাতে অভিযুক্তকে তাঁর নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবক হলেন উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের মৃত সুজন মিয়ার ছেলে রুমন মিয়া (২৩)।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ৯ মাসে আগে অভিযুক্ত রুমন মিয়া একই এলাকার কদমতলী গ্রামের কুরশ মিয়ার মেয়ে আঁখি বেগমকে পারিবারিকভাবে বিয়ে করেন। এর পর থেকে প্রায়ই বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য নির্যাতনের শিকার হতে হয় ভুক্তভোগী আঁখি বেগমকে। এ নিয়ে একাধিক বার সালিসও হয়েছে। গত ২৬ এপ্রিল ৫০ হাজার টাকার জন্য আঁখি বেগমকে মারধরের একপর্যায়ে দা ও কাঁচি দিয়ে তাঁর চুল কেটে দেওয়া হয়।
এ ঘটনায় ৪ মে আঁখির মা সাহানারা বেগম বাদী হয়ে জামাত রুমন মিয়াকে প্রধান করে চারজনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জগন্নাথপুর থানায় মামলা করেন।
মামলার বাদী সাহানারা বেগম বলেন, ‘বিয়ের পর থেকেই আমার মেয়ের জামাই ও তার পরিবারের লোকজন টাকার জন্য আমার মেয়েকে প্রায়ই মারপিট করত। মেয়ের সুখের জন্য আমি এক লাখ টাকাও দিয়েছি। তারপরও নির্যাতন বন্ধ হয়নি। তাই নিরুপায় হয়ে বিচার পেতে মামলা করেছি।’
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুরে স্ত্রীকে মারধর ও চুল কাটার অভিযোগে জামাইয়ের বিরুদ্ধে মামলার করেছেন শাশুড়ি। আজ রোববার গ্রেপ্তার যুবককে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার রাতে অভিযুক্তকে তাঁর নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবক হলেন উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের মৃত সুজন মিয়ার ছেলে রুমন মিয়া (২৩)।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ৯ মাসে আগে অভিযুক্ত রুমন মিয়া একই এলাকার কদমতলী গ্রামের কুরশ মিয়ার মেয়ে আঁখি বেগমকে পারিবারিকভাবে বিয়ে করেন। এর পর থেকে প্রায়ই বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য নির্যাতনের শিকার হতে হয় ভুক্তভোগী আঁখি বেগমকে। এ নিয়ে একাধিক বার সালিসও হয়েছে। গত ২৬ এপ্রিল ৫০ হাজার টাকার জন্য আঁখি বেগমকে মারধরের একপর্যায়ে দা ও কাঁচি দিয়ে তাঁর চুল কেটে দেওয়া হয়।
এ ঘটনায় ৪ মে আঁখির মা সাহানারা বেগম বাদী হয়ে জামাত রুমন মিয়াকে প্রধান করে চারজনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জগন্নাথপুর থানায় মামলা করেন।
মামলার বাদী সাহানারা বেগম বলেন, ‘বিয়ের পর থেকেই আমার মেয়ের জামাই ও তার পরিবারের লোকজন টাকার জন্য আমার মেয়েকে প্রায়ই মারপিট করত। মেয়ের সুখের জন্য আমি এক লাখ টাকাও দিয়েছি। তারপরও নির্যাতন বন্ধ হয়নি। তাই নিরুপায় হয়ে বিচার পেতে মামলা করেছি।’
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গাইবান্ধা সদরে কালবৈশাখীর সময় গাছের ডাল ভেঙে পড়ে র্যাবের এক সদস্য নিহত ও আরেকজন আহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক গাইবান্ধা র্যাব-১৩ ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা।
২০ মিনিট আগেবগুড়ার শেরপুরে নাশকতার মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের এক নেতা থানায় হাজির হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মিজানুর রহমান পলাশ ছাত্র অধিকার পরিষদের বগুড়া জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।
৩৪ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে জুলাই আন্দোলনের পুরো সময় সরব থাকা গিয়াস উদ্দিন মনিরের দুটি কিডনি অচল হয়ে গেছে। আন্দোলনকালে তাঁর পায়ে লাগা আঘাত থেকে এই অবস্থা হয়েছে বলে চিকিৎসক সূত্রে জানা গেছে। মনির বনপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মালিপাড়ার সিরাজুল ইসলামের ছেলে। তিনি বনপাড়া পৌরসভার সদ্য সাবেক কাউন্সিলর।
৩৭ মিনিট আগেজুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর এবং কোষাধ্যক্ষ ওয়াকার আহমেদের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা।
১ ঘণ্টা আগে