Ajker Patrika

শোভাযাত্রায় আগুন দু-একজন দিলেও পেছনে রয়েছে পরিকল্পিত চক্রান্ত: ফারুকী

সিলেট প্রতিনিধি
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ২১: ১২
সিলেটে সংবাদ সম্মেলনে কথা বলেন মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: আজকের পত্রিকা
সিলেটে সংবাদ সম্মেলনে কথা বলেন মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বৈশাখী শোভাযাত্রায় অগ্নিসংযোগ প্রসঙ্গে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, আগুন দিয়েছে হয়তো দু-একজন, কিন্তু এর পেছনে রয়েছে একটি সুপরিকল্পিত চক্রান্ত। তবে যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা প্রত্যেকেই বিচারের মুখোমুখি হবে। তারা যেন না ভাবে, এ ধরনের অপচেষ্টা দিয়ে সারা দেশে বিরাজমান উৎসবমুখর পরিবেশকে থামিয়ে দেওয়া যাবে।

আজ শনিবার দুপুরে সিলেট সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মোস্তফা সরয়ার ফারুকী। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘এ বছর জাতীয় পর্যায়ে সব জাতিগোষ্ঠীকে একত্র করে উৎসব উদ্‌যাপন করা হচ্ছে। চৈত্রসংক্রান্তিকে কেন্দ্র করে পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীর জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। চারুকলার শোভাযাত্রায় এবার দেশের ২৮টি জাতিগোষ্ঠী অংশ নিচ্ছে। এটি আমাদের সংস্কৃতির ঐক্য ও বৈচিত্র্যকে তুলে ধরার এক অনন্য উদাহরণ।’

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘চারুকলার শোভাযাত্রায় এবার একটি মুখাবয়ব ব্যবহার করা হয়েছিল, যেটি ফ্যাসিবাদের প্রতীক। আজ ভোর ৪টার দিকে সেই মুখাবয়ব পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি মনে করি, এটি একটি পরিকল্পিত হামলা। যারা এই কাজ করেছে, তারা চায় না ফ্যাসিবাদের মুখ উন্মোচিত হোক। এ ঘটনার পেছনে একটি অসৎ শক্তি সক্রিয় রয়েছে। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

দেশবাসীর উদ্দেশে ফারুকী বলেন, ‘একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে আমরা সবাই মিলে উৎসব করতে চাই। কেউ কেউ এই ঐক্য ও সম্প্রীতির পরিবেশ পছন্দ না-ও করতে পারে। কিন্তু তাদের প্রতিহত করা হবে আমাদের সম্মিলিত শক্তি দিয়েই।’ তিনি বলেন, ‘আজ পার্বত্য জেলাগুলোতে শোভাযাত্রা হয়েছে, মানুষ দলে দলে অংশ নিয়েছে। সেটিই প্রমাণ করে, এই উৎসবের ধারা থামিয়ে রাখা যাবে না।’

সংবাদ সম্মেলনে ফারুকী আশ্বস্ত করেন, ‘সরকার আইনশৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ সতর্ক রয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীও কাজ করছে। এই মুহূর্তে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত