শেরপুর প্রতিনিধি
শেরপুরে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে (১৩) অপহরণের পর ছয় দিন পেরিয়ে গেলেও স্কুলছাত্রী কিংবা অভিযুক্ত আসামিদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত শুক্রবার রাতে শহরের দমদমা কালিগঞ্জ এলাকা থেকে ওই স্কুলছাত্রী অপহরণ হয়।
অপহৃত স্কুলছাত্রী শহরের দিঘারপাড় মহল্লার এক ব্যবসায়ীর মেয়ে ও সজবরখিলা এলাকার মমতাজ বেগম মেমোরিয়াল একাডেমির অষ্টম শ্রেণির ছাত্রী।
অপহরণের ঘটনায় সদর থানায় দিঘারপাড় মহল্লার মৃত জহুর আলী খলিফার ছেলে মো. মমিন মিয়াকে (২৬) প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে থানায় অপহরণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলায় অন্য আসামিরা হলেন-দিঘারপাড় মো. শামীম মিয়া (২৫), মো. জুবাইদুল (৩২), মো. রায়হান (২৫) ও পার্শ্ববর্তী প্রতাবিয়া এলাকার মো. শাকিল মিয়া (২০)।
মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শেরপুরের দমদমা কালিগঞ্জ মহল্লায় জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধারের বাড়িতে একটি সামাজিক অনুষ্ঠান শেষে মাকে নিয়ে বাড়ি ফিরতে রাস্তায় অটোরিকশার জন্য অপেক্ষা করছিল ওই স্কুলছাত্রী। এ সময় মমিন মিয়া তাঁর কতিপয় সহযোগী নিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে খোঁজাখুঁজি করে না পেয়ে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মমিন মিয়াসহ পাঁচজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে গত রোববার তা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়। অন্যদিকে, ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন আসামিরা।
স্কুলছাত্রীর বাবা বলেন, মমিন বেশ কিছুদিন যাবৎ আমার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। মমিনসহ তাঁর কয়েকজন সহযোগী মিলে আমার নাবালিকা মেয়েকে অপহরণ করেছে। আমি আমার মেয়েকে দ্রুত উদ্ধার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি।
এ বিষয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মিঞা মো. জোবায়ের খালিদ বলেন, ঘটনার পর থেকেই আসামিরা নিজ নিজ মোবাইল বন্ধ করে পলাতক রয়েছেন। ভিকটিমকে উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।
শেরপুরে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে (১৩) অপহরণের পর ছয় দিন পেরিয়ে গেলেও স্কুলছাত্রী কিংবা অভিযুক্ত আসামিদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত শুক্রবার রাতে শহরের দমদমা কালিগঞ্জ এলাকা থেকে ওই স্কুলছাত্রী অপহরণ হয়।
অপহৃত স্কুলছাত্রী শহরের দিঘারপাড় মহল্লার এক ব্যবসায়ীর মেয়ে ও সজবরখিলা এলাকার মমতাজ বেগম মেমোরিয়াল একাডেমির অষ্টম শ্রেণির ছাত্রী।
অপহরণের ঘটনায় সদর থানায় দিঘারপাড় মহল্লার মৃত জহুর আলী খলিফার ছেলে মো. মমিন মিয়াকে (২৬) প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে থানায় অপহরণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলায় অন্য আসামিরা হলেন-দিঘারপাড় মো. শামীম মিয়া (২৫), মো. জুবাইদুল (৩২), মো. রায়হান (২৫) ও পার্শ্ববর্তী প্রতাবিয়া এলাকার মো. শাকিল মিয়া (২০)।
মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শেরপুরের দমদমা কালিগঞ্জ মহল্লায় জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধারের বাড়িতে একটি সামাজিক অনুষ্ঠান শেষে মাকে নিয়ে বাড়ি ফিরতে রাস্তায় অটোরিকশার জন্য অপেক্ষা করছিল ওই স্কুলছাত্রী। এ সময় মমিন মিয়া তাঁর কতিপয় সহযোগী নিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে খোঁজাখুঁজি করে না পেয়ে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মমিন মিয়াসহ পাঁচজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে গত রোববার তা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়। অন্যদিকে, ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন আসামিরা।
স্কুলছাত্রীর বাবা বলেন, মমিন বেশ কিছুদিন যাবৎ আমার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। মমিনসহ তাঁর কয়েকজন সহযোগী মিলে আমার নাবালিকা মেয়েকে অপহরণ করেছে। আমি আমার মেয়েকে দ্রুত উদ্ধার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি।
এ বিষয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মিঞা মো. জোবায়ের খালিদ বলেন, ঘটনার পর থেকেই আসামিরা নিজ নিজ মোবাইল বন্ধ করে পলাতক রয়েছেন। ভিকটিমকে উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।
বরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনে কাউন্সিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থীকে সদস্যপদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ পর্যায়ে।
৩ ঘণ্টা আগেসিরাজগঞ্জের সদর উপজেলার ছাতিয়ানতলীতে গড়ে উঠছে অন্যতম বৃহৎ বিসিক শিল্পপার্ক। উত্তরবঙ্গকে দেশের অন্যতম শিল্পাঞ্চলে রূপ দেওয়ার স্বপ্ন ছিল এ প্রকল্প ঘিরে। তবে ৭১৯ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ না করেই উদ্যোক্তাদের কাছে প্লট হস্তান্তর করায় ক্ষোভে ফুঁসছেন শিল্পোদ্যোক্তারা।
৩ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজের আমদানি কার্গো (পণ্য) কমপ্লেক্সে বিভিন্ন আমদানি পণ্যের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্যও মজুত ছিল। স্তূপাকারে ছিল দীর্ঘ দিন ধরে বাজেয়াপ্ত পুরোনো ও নষ্ট মালামাল। ঢাকা কাস্টমস সূত্রে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরের শিয়ালবাড়ী এলাকায় একটি কারখানার ফটকে দায়িত্ব পালন করেন পঞ্চাশোর্ধ্ব ফোরকান মোল্লা। ছয় দিন আগে পাশের রাস্তায় রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পরদিন তাঁর চোখে জ্বালাপোড়া, শ্বাসকষ্ট ও বমিভাব দেখা দেয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছেন।
৩ ঘণ্টা আগে