শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকেই তা বাতিলের দাবিতে প্রতিদিনই বিক্ষোভ মিছিল, ঝাড়ু মিছিল, সড়ক অবরোধ, মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে একটি অংশ। এবার তারা কাফনের কাপড় পড়ে শহরে বিক্ষোভ মিছিল করেছে।
আজ সোমবার দুপুরে শরীয়তপুর সরকারি কলেজ থেকে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষোভকারীরা।
এ সময় জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী ও বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আফজাল খান বলেন, ‘গত ৩ জুন কেন্দ্র থেকে শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। যে কমিটিতে জাকির হোসেন হাওলাদারকে আহ্বায়ক করা হয়। জাকির আওয়ামী লীগ পরিবারের লোক। তার পরিবারের এবং বংশের সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি দুই সন্তানের বাবা। পেশায় আইনজীবী। রাতের আঁধারে টাকার বিনিময়ে তাঁকে আহ্বায়ক করে কমিটি দেওয়া হয়। আমরা শরীয়তপুর জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা এই কমিটি মানি না। আমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে।’
জানা গেছে, ২০১৯ সালে শরীয়তপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণার পর ৩ জুন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ৩৫ সদস্যের শরীয়তপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। এতে এইচ এম জাকির হোসেনকে আহ্বায়ক ও সোহেল তালুকদারকে সদস্যসচিব করা হয়। কমিটিতে ১৬ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ১৭ জনকে সদস্য করা হয়। আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে কমিটি ঘোষণার পর থেকেই তা বাতিলের দাবিতে শহরে বিক্ষোভ শুরু করে করে জেলা ছাত্রদলের একটি অংশ। এ নিয়ে কমিটি ঘোষণার দিন গত মঙ্গলবার পাল্টা মিছিলের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে পাঁচজন আহত হন।
পর দিন গত বুধবার কমিটি বাতিলের দাবিতে শরীয়তপুর-ঢাকা সড়ক অবরোধ করে দুই ঘণ্টা বিক্ষোভ করে জেলা ছাত্রদলের একাংশ। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে সড়ক স্বাভাবিক হয়।
জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রদল যাচাই-বাছাই করে জেলার আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে। এই কমিটির কাজ হচ্ছে একটি সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে পরবর্তী কমিটির কাছে দায়িত্বভার ছেড়ে দিয়ে বিদায় নেওয়া। কিন্তু ছাত্রদল নামধারী কিছু উচ্ছৃঙ্খল বখাটে সড়ক অবরোধসহ শহরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা আমাদের আনন্দ মিছিলে পর্যন্ত হামলা চালিয়েছে। তাদের এসব কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না।’
এ বিষয়ে শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দীন কালু আজকের পত্রিকাকে বলেন, ‘এখানে জেলা বিএনপির কোনো হাত নেই। কেন্দ্রীয় ছাত্রনেতারা যেভাবে ভালো মনে করেছেন, তাঁরা সেভাবে কমিটি দিয়েছেন। কিন্তু একটি পক্ষ এতে ক্ষুব্ধ হয়ে কয়েক দিন ধরে জনদুর্ভোগ সৃষ্টি করছে। আমি এটা সমর্থন করি না। তাদের কমিটি পছন্দ না হলে তারা কেন্দ্রীয় নেতাদের কাছে গিয়ে সরাসরি বলতে পারে। কিন্তু তারা সেটি না করে জনদুর্ভোগের সৃষ্টি করছে। তারা আমাদের কথা শুনছে না।’
শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকেই তা বাতিলের দাবিতে প্রতিদিনই বিক্ষোভ মিছিল, ঝাড়ু মিছিল, সড়ক অবরোধ, মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে একটি অংশ। এবার তারা কাফনের কাপড় পড়ে শহরে বিক্ষোভ মিছিল করেছে।
আজ সোমবার দুপুরে শরীয়তপুর সরকারি কলেজ থেকে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষোভকারীরা।
এ সময় জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী ও বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আফজাল খান বলেন, ‘গত ৩ জুন কেন্দ্র থেকে শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। যে কমিটিতে জাকির হোসেন হাওলাদারকে আহ্বায়ক করা হয়। জাকির আওয়ামী লীগ পরিবারের লোক। তার পরিবারের এবং বংশের সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি দুই সন্তানের বাবা। পেশায় আইনজীবী। রাতের আঁধারে টাকার বিনিময়ে তাঁকে আহ্বায়ক করে কমিটি দেওয়া হয়। আমরা শরীয়তপুর জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা এই কমিটি মানি না। আমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে।’
জানা গেছে, ২০১৯ সালে শরীয়তপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণার পর ৩ জুন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ৩৫ সদস্যের শরীয়তপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। এতে এইচ এম জাকির হোসেনকে আহ্বায়ক ও সোহেল তালুকদারকে সদস্যসচিব করা হয়। কমিটিতে ১৬ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ১৭ জনকে সদস্য করা হয়। আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে কমিটি ঘোষণার পর থেকেই তা বাতিলের দাবিতে শহরে বিক্ষোভ শুরু করে করে জেলা ছাত্রদলের একটি অংশ। এ নিয়ে কমিটি ঘোষণার দিন গত মঙ্গলবার পাল্টা মিছিলের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে পাঁচজন আহত হন।
পর দিন গত বুধবার কমিটি বাতিলের দাবিতে শরীয়তপুর-ঢাকা সড়ক অবরোধ করে দুই ঘণ্টা বিক্ষোভ করে জেলা ছাত্রদলের একাংশ। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে সড়ক স্বাভাবিক হয়।
জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রদল যাচাই-বাছাই করে জেলার আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে। এই কমিটির কাজ হচ্ছে একটি সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে পরবর্তী কমিটির কাছে দায়িত্বভার ছেড়ে দিয়ে বিদায় নেওয়া। কিন্তু ছাত্রদল নামধারী কিছু উচ্ছৃঙ্খল বখাটে সড়ক অবরোধসহ শহরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা আমাদের আনন্দ মিছিলে পর্যন্ত হামলা চালিয়েছে। তাদের এসব কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না।’
এ বিষয়ে শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দীন কালু আজকের পত্রিকাকে বলেন, ‘এখানে জেলা বিএনপির কোনো হাত নেই। কেন্দ্রীয় ছাত্রনেতারা যেভাবে ভালো মনে করেছেন, তাঁরা সেভাবে কমিটি দিয়েছেন। কিন্তু একটি পক্ষ এতে ক্ষুব্ধ হয়ে কয়েক দিন ধরে জনদুর্ভোগ সৃষ্টি করছে। আমি এটা সমর্থন করি না। তাদের কমিটি পছন্দ না হলে তারা কেন্দ্রীয় নেতাদের কাছে গিয়ে সরাসরি বলতে পারে। কিন্তু তারা সেটি না করে জনদুর্ভোগের সৃষ্টি করছে। তারা আমাদের কথা শুনছে না।’
বরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনে কাউন্সিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থীকে সদস্যপদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ পর্যায়ে।
৪ মিনিট আগেসিরাজগঞ্জের সদর উপজেলার ছাতিয়ানতলীতে গড়ে উঠছে অন্যতম বৃহৎ বিসিক শিল্পপার্ক। উত্তরবঙ্গকে দেশের অন্যতম শিল্পাঞ্চলে রূপ দেওয়ার স্বপ্ন ছিল এ প্রকল্প ঘিরে। তবে ৭১৯ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ না করেই উদ্যোক্তাদের কাছে প্লট হস্তান্তর করায় ক্ষোভে ফুঁসছেন শিল্পোদ্যোক্তারা।
৭ মিনিট আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজের আমদানি কার্গো (পণ্য) কমপ্লেক্সে বিভিন্ন আমদানি পণ্যের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্যও মজুত ছিল। স্তূপাকারে ছিল দীর্ঘ দিন ধরে বাজেয়াপ্ত পুরোনো ও নষ্ট মালামাল। ঢাকা কাস্টমস সূত্রে এসব তথ্য জানা গেছে।
১১ মিনিট আগেরাজধানীর মিরপুরের শিয়ালবাড়ী এলাকায় একটি কারখানার ফটকে দায়িত্ব পালন করেন পঞ্চাশোর্ধ্ব ফোরকান মোল্লা। ছয় দিন আগে পাশের রাস্তায় রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পরদিন তাঁর চোখে জ্বালাপোড়া, শ্বাসকষ্ট ও বমিভাব দেখা দেয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছেন।
২৮ মিনিট আগে