Ajker Patrika

স্ট্যাটাস দিয়ে সরে দাঁড়ালেন সাতক্ষীরা বৈষম্যবিরোধী নেতা সুহাইল

সাতক্ষীরা প্রতিনিধি
সুহাইল মাহদীন সাদী। ছবি: আজকের পত্রিকা
সুহাইল মাহদীন সাদী। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব সুহাইল মাহদীন সাদী পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা জানান।

মোবাইল ফোনে যোগাযোগ করলে সাদী বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘নিজের উপলব্ধি থেকে আমি সংগঠন থেকে সরে দাঁড়ালাম।’ তবে তাঁর পদত্যাগ নিয়ে জ্ঞাত নয় বলে জানিয়েছেন জেলা আহ্বায়ক।

পোস্টে সুহাইল লেখেন, ‘আজ ১ জুলাই, ২০২৫—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বছর পূর্তি। ২০২৪ সালের এই দিনে কোটা প্রথার বিরুদ্ধে প্রজ্বলিত আগুনকে সামনে রেখে এই ব্যানারের যাত্রা শুরু হয়। সেই আন্দোলন এখন হয়ে উঠেছে একটি চেতনা—জুলাই বিপ্লব।’

সুহাইল বলেন, ‘সংগঠনের প্রতি দায়বদ্ধতা এবং নিজের সীমাবদ্ধতা বিবেচনা নিয়েই তিনি পদ ছাড়ছেন। এই সিদ্ধান্ত কোনো ক্ষোভ বা বিরোধ থেকে নয়, বরং সংগঠনের প্রতি দায়িত্ববোধ থেকেই পদত্যাগ করছি। আমি বিশ্বাস করি, নেতৃত্ব মানে শুধু পদে থাকা নয়; বরং ত্যাগ, বিশ্বাস ও চেতনার নামই প্রকৃত নেতৃত্ব।’

সুহাইল আরও বলেন, ‘পদ ছেড়েছি কিন্তু প্রেম নয়। এই মাটি, এই স্বপ্ন, এই বিপ্লব—সব সময় বুকের ভেতর গেঁথে থাকবে।’ তিনি আন্দোলনের চেতনাকে ধারণ করে ভবিষ্যতে কর্মকাণ্ডে সক্রিয় থাকবেন বলে আশ্বাস দিয়েছেন।

সুহাইল স্ট্যাটাসে বলেন, ‘আমি চাই, জুলাইয়ের চেতনা ছড়িয়ে পড়ুক সাতক্ষীরার প্রতিটি প্রান্তে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু একটি সংগঠন নয়; এটি একটি আদর্শ, একটি দীপ্ত প্রতিজ্ঞা। সেই চেতনাকে বাঁচিয়ে রাখাই এখন আমার মূল লক্ষ্য।’

সুহাইল স্পষ্টভাবে বলেন, কারও সঙ্গে তাঁর কোনো ব্যক্তিগত বিরোধ নেই, বরং সংগঠনের গতিশীলতা বাড়াতেই এই পদত্যাগ। পোস্টের শেষে তিনি লেখেন, ‘জুলাই বিপ্লব জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ।’

এ বিষয়ে জানতে চাইলে আহ্বায়ক আরাফাত হোসাইন বলেন, ‘সদস্যসচিব তাঁর পদত্যাগের বিষয়ে আমাকে ফোনে বা লিখিতভাবে জানাননি। অন্যদের মতো ফেসবুক পোস্টে জানতে পেরেছি। তাই এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’

এর আগে ২ জানুয়ারি কেন্দ্রীয় কমিটি সাতক্ষীরা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৬৯ সদস্যবিশিষ্ট কমিটিকে অনুমোদন দেয়। ওই কমিটিতে আহ্বায়ক হিসেবে আরাফাত হুসাইন ও সদস্যসচিব হিসেবে সুহাইল মাহদীন সাদী দায়িত্ব পান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি

দেড় মাস ধরে কর্মস্থলে নেই সহকারী কমিশনার, নিয়োগ বাতিল করল সরকার

জুবায়েদ হত্যার নেপথ্যে ‘প্রেমের সম্পর্ক’, সিসিটিভির ফুটেজ দেখে আটক ৩

মাদ্রাসাছাত্রীকে তুলে রেস্তোরাঁয় নিয়ে ধর্ষণ, আড়াল করতে সাউন্ডবক্সে চলে গান

পর্নো সাইটে বাংলাদেশি যুগলের ১১২ ভিডিও, র‍্যাঙ্কিংয়ে অষ্টম: সিআইডি

এলাকার খবর
Loading...