Ajker Patrika

ছাত্রলীগ নেতা-কর্মী হত্যার মামলায় ৩ আ.লীগ নেতা গ্রেপ্তার

 নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১৯: ০৯
দিনাজপুরে পুলিশের হাতে গ্রেপ্তার আওয়ামী লীগের তিন নেতা। ছবি: আজকের পত্রিকা
দিনাজপুরে পুলিশের হাতে গ্রেপ্তার আওয়ামী লীগের তিন নেতা। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের নবাবগঞ্জ থানা-পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (২১ এপ্রিল) ভোরে পৃথক স্থান থেকে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তার নেতারা হলেন দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মোস্তফিজুর রহমান (৪০), ভাদুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. হারুন অর রশিদ ওরফে পেস্তাক হারুন (৪৭) এবং একই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. জহুরুল ইসলাম রাজা (৬৪)।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন আজকের পত্রিকাকে জানান, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতারা উপজেলার আলোচিত একটি ট্রিপল মার্ডার মামলায় এজাহারভুক্ত আসামি। দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

২০২২ সালের ৩০ মার্চ রাত ১২টার দিকে উপজেলার বিনোদনগর ইউনিয়নের কাচদহ (আলমনগর) ব্রিজের কাছে কিবরিয়া, লিমন ও সাব্বির নামের তিন ছাত্রলীগ নেতা-কর্মীর লাশ উদ্ধার করা হয়। এ সময় তাঁদের বহনকারী মোটরসাইকেল দুমড়েমুচড়ে যাওয়া অবস্থায় পাওয়া যায়।

নিহত কিবরিয়া উপজেলার ২ নম্বর বিনোদনগর ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং লিমন ও সাব্বির ছাত্রলীগের কর্মী ছিলেন। ২০২৪ সালের ২৬ আগস্ট নিহত ছাত্রলীগ কর্মী লিমনের বাবা রবিউল ইসলাম ছেলে ও ছেলের দুই বন্ধুকে হত্যার অভিযোগে বাদী হয়ে নবাবগঞ্জ থানায় মামলা করেন। এতে আসামি হিসেবে সাবেক এমপি শিবলী সাদিক, সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, ছাত্রলীগ সভাপতি, সম্পাদকসহ ৬৪ জনের নাম উল্লেখ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত