Ajker Patrika

বিএনপির নেতা-কর্মীদের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে রংপুরে আগামীকাল হরতাল

রংপুর প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৬: ০৬
বিএনপির নেতা-কর্মীদের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে রংপুরে আগামীকাল হরতাল

বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব-উন নবী খান সোহেল এবং রংপুর বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ নেতা-কর্মীকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে আগামীকাল বুধবার নগরীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে মহানগর বিএনপি।

আজ মঙ্গলবার দুপুরে এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু।

ভিডিও বার্তায় শহিদুল ইসলাম মিজু বলেন, পুলিশ মিথ্যা মামলা দায়ের করে আন্দোলনে থাকা বিএনপির নেতা-কর্মীদের গণগ্রেপ্তার করছে। আদালত রংপুরের কৃতি সন্তান হাবীব-উন নবী খান সোহেলসহ স্থানীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে ফরমায়েশি রায় ঘোষণা করেছে। এরই প্রতিবাদে বুধবার নগরীতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।

গত সোমবার নাশকতার মামলায় রংপুর জেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির সদস্যসচিব মাহফুজ-উন-নবী ডন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, জেলা যুবদলের সহসভাপতি তারেক হাসান সোহাগ ও যুবদল কর্মী আরিফ হোসেনসহ পাঁচজনকে দশ বছরের কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত