লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে সুপারি চুরির অপবাদে হাত-পা বেঁধে মুখে স্কচটেপ লাগিয়ে আসিফ (৮) ও শরিফুল (৯) নামে দুই শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে সাগর নামে এক স্ট্যাম্প বিক্রেতার বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার হারাটি ইউনিয়নের ওকড়াবাড়ির খামারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আজ শনিবার এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। আহত দুই শিশুকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নির্যাতিত শিশু আসিফ ওই এলাকার মোশারফ হোসেন ও শরিফুল একই এলাকার আমিনুর ইসলামের ছেলে। তারা দুজনেই হারাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। অভিযুক্ত সাগর ভ্যান্ডার ওই এলাকার মৃত-আইয়ুব আলী ভেন্ডারের ছেলে।
অভিযোগে জানা গেছে, শুক্রবার বিকেলে শিশু আসিফ ও শরিফুল ওকড়াবাড়ি বাজারসংলগ্ন এলাকায় খেলছিল। এ সময় ওই এলাকার স্ট্যাম্প বিক্রেতা সাগর সুকৌশলে শিশু আসিফ ও শরিফুলকে ডেকে নিয়ে একটি ভুট্টা খেতের ভেতরে নিয়ে যায়। সেখানে তাদের দুজনকে পাশবিক নির্যাতন করা হয়। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে সাগর দুই শিশুকে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে হাত-পা বেঁধে মুখ স্কচটেপে লাগিয়ে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। শিশুরা অজ্ঞান হয়ে পড়লে বাড়ি থেকে সাগর সটকে পড়েন।
পরে স্থানীয়রা শুক্রবার রাতে আহত দুই শিশুকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহত শিশু আসিফের মা আছমা বেগম বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
হাসপাতালের বেডে শিশু আসিফ সাংবাদিকদের বলে, ‘হাত-পা ও মুখ বেঁধে আমাদের দুই দফায় লাঠি দিয়ে মারপিট করেছে সাগর ভ্যান্ডার। আমাদের গলায় ছুরি ধরে সুপারি চুরির কথা স্বীকার করিয়েছে। কিন্তু আমরা তো চুরি করি নাই। আমরা চুরির কোনো কিছুই জানি না। আমরা এর বিচার চাই।’
আসিফের মা আছমা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘এই লম্পট সাগর মানুষ নয়। তাঁকে পশু বললেও ভুল হবে। সে একটা পশুর চেয়েও নিকৃষ্ট। মাদক সেবন করে আমার সন্তানকে অমানুষিক নির্যাতন করেছে।’
এ বিষয়ে জানতে ভ্যান্ডর সাগরের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি সাংবাদিক পরিচয় জানতে পেরে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
লালমনিরহাটে সুপারি চুরির অপবাদে হাত-পা বেঁধে মুখে স্কচটেপ লাগিয়ে আসিফ (৮) ও শরিফুল (৯) নামে দুই শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে সাগর নামে এক স্ট্যাম্প বিক্রেতার বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার হারাটি ইউনিয়নের ওকড়াবাড়ির খামারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আজ শনিবার এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। আহত দুই শিশুকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নির্যাতিত শিশু আসিফ ওই এলাকার মোশারফ হোসেন ও শরিফুল একই এলাকার আমিনুর ইসলামের ছেলে। তারা দুজনেই হারাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। অভিযুক্ত সাগর ভ্যান্ডার ওই এলাকার মৃত-আইয়ুব আলী ভেন্ডারের ছেলে।
অভিযোগে জানা গেছে, শুক্রবার বিকেলে শিশু আসিফ ও শরিফুল ওকড়াবাড়ি বাজারসংলগ্ন এলাকায় খেলছিল। এ সময় ওই এলাকার স্ট্যাম্প বিক্রেতা সাগর সুকৌশলে শিশু আসিফ ও শরিফুলকে ডেকে নিয়ে একটি ভুট্টা খেতের ভেতরে নিয়ে যায়। সেখানে তাদের দুজনকে পাশবিক নির্যাতন করা হয়। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে সাগর দুই শিশুকে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে হাত-পা বেঁধে মুখ স্কচটেপে লাগিয়ে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। শিশুরা অজ্ঞান হয়ে পড়লে বাড়ি থেকে সাগর সটকে পড়েন।
পরে স্থানীয়রা শুক্রবার রাতে আহত দুই শিশুকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহত শিশু আসিফের মা আছমা বেগম বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
হাসপাতালের বেডে শিশু আসিফ সাংবাদিকদের বলে, ‘হাত-পা ও মুখ বেঁধে আমাদের দুই দফায় লাঠি দিয়ে মারপিট করেছে সাগর ভ্যান্ডার। আমাদের গলায় ছুরি ধরে সুপারি চুরির কথা স্বীকার করিয়েছে। কিন্তু আমরা তো চুরি করি নাই। আমরা চুরির কোনো কিছুই জানি না। আমরা এর বিচার চাই।’
আসিফের মা আছমা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘এই লম্পট সাগর মানুষ নয়। তাঁকে পশু বললেও ভুল হবে। সে একটা পশুর চেয়েও নিকৃষ্ট। মাদক সেবন করে আমার সন্তানকে অমানুষিক নির্যাতন করেছে।’
এ বিষয়ে জানতে ভ্যান্ডর সাগরের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি সাংবাদিক পরিচয় জানতে পেরে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি রাস্তা নির্মাণকাজে ‘অনিয়ম হয়নি’ দাবি করায় এলজিইডির কার্যসহকারী জাহিদুল ইসলামকে পিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় তিনি একটি ধানখেতে আশ্রয় নিয়ে প্রাণে রক্ষা পান। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের গাইঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগেডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল শাহবাগ মোড়ে ছাত্রদলের সমাবেশ, কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশ এবং সোহরাওয়ার্দী উদ্যানে শিবিরের সাইমুম শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠান উপলক্ষে এসব এলাকায় যান চলাচল সীমিত থাকবে। সমাবেশ চলাকালীন নগরবাসীকে বিকল্প পথ হিসেবে হেয়ার রোড, মিন্টু রোড, নীলক্ষেত, পলাশী ও বাংলামো
১৫ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউশিয়া বড়কান্দি গ্রামের আবুল কাশেম হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাঁর নাম মো. রিপন মিয়া (৪৭)।
১৭ মিনিট আগেসাতক্ষীরার শ্যামনগরে বিরোধপূর্ণ একটি জমির দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার বিকেলে শ্যামনগর উপজেলার রামজীবনপুরের কেয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
১৯ মিনিট আগে