Ajker Patrika

সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় নিহত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত এলাকা। ছবি: আজকের পত্রিকা
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত এলাকা। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জাহানুর আলম (২৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে উপজেলার গোরকমণ্ডল সীমান্তের ৯২৯ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ৩ নম্বর সাব–পিলারের শূন্য লাইন থেকে প্রায় দু শ গজ ভেতরে (ভারতের) কোচবিহার জেলার মরাকুটি (ভোরাম পয়োস্তি) এলাকায় এ ঘটনা ঘটে।

জাহানুর একজন চোরাকারবারি বলে জানা গেছে। তিনি ভোরাম পয়োস্তি গ্রামের কবিদুল ইসলামের ছেলে।

এ ঘটনার পর আজ সকাল সাড়ে ৮টা থেকে ঘণ্টাব্যাপী ওই সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে গোরকমণ্ডল ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফিরোজ ও ভারতের কোচবিহার জেলার ভারবান্দা গিদালদহ বিএসএফ ক্যাম্প কমান্ডার গিরিশ চন্দ্র নেতৃত্ব দেন। এরপর বিএসএফ ঘটনাস্থল থেকে লাশ নিয়ে যায়।

বিজিবি জানায়, ওই সীমান্তে একদল ভারতীয় চোরাকারবারি চোরাই মালের পোঁটলা নিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করেন। এতে বিএসএফ বাধা দিলে তাঁরা টহলরত বিএসএফের পর্যবেক্ষণ পোস্টে হামলা চালান। এ সময় ভারতীয় ভারবান্দা ক্যাম্পের টহলরত বিএসএফ আত্মরক্ষার্থে তাঁদের লক্ষ্য করে ৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় ওই চোরাকারবারি রাবার বুলেটে বিদ্ধ হয়ে ঘটনাস্থলের পাশের জলাশয়ে পড়ে নিহত হন। বাকিরা পালিয়ে যান।

এ সময় গুলির শব্দে সীমান্তবাসীদের মধ্যে ভীতিকর পরিস্থিতি বিরাজ করে।

খবর পেয়ে বেলা ১১টার দিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম ওই সীমান্ত এলাকা পরিদর্শন করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এর সঙ্গে বাংলাদেশ বা বিজিবির কোনো সম্পৃক্ততা নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত