Ajker Patrika

সৈয়দপুর-চট্টগ্রাম রুটে উড়বে ইউএস বাংলার বিমান

প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)
সৈয়দপুর-চট্টগ্রাম রুটে উড়বে ইউএস বাংলার বিমান

ক্রমবর্ধমান চাহিদায় যাত্রীদের ভোগান্তি লাঘব করার উদ্দেশ্যে ইউএস বাংলা এয়ারলাইনস সৈয়দপুর ও চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে। আজ শুক্রবার বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইউএস বাংলা বিমান সংস্থা সূত্রে জানা গেছে, সপ্তাহে তিন দিন রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এ রুটে তাদের বিমান চলাচল করবে। ওই তিন দিন সৈয়দপুর বিমানবন্দর থেকে সকাল ১১টায় চট্টগ্রামের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। একইদিন দুপুর ১২টা ৩৫ মিনিটে চট্টগ্রাম থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে ছেড়ে আসবে। সকলপ্রকার ট্যাক্স ও চার্জসহ জনপ্রতি ন্যূনতম ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৪০০ টাকা।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ আজকের পত্রিকাকে জানান, সৈয়দপুর হচ্ছে উত্তরাঞ্চলের বৃহৎ বাণিজ্য ও শিল্পসমৃদ্ধ শহর। রংপুর বিভাগের একমাত্র সৈয়দপুর বিমানবন্দরটিতে ভৌগোলিক অবস্থানগত কারণে প্রচুর পরিমাণে যাত্রী বাড়ছে। ইতিমধ্যে সরকার সৈয়দপুরকে আঞ্চলিক বিমানবন্দর হিসেবে ঘোষণা দিয়েছে। এই বিমানবন্দর থেকে ভবিষ্যতে বিভিন্ন দেশে ফ্লাইট পরিচালনা করা হবে। তাই অভ্যন্তরীণ ফ্লাইট রুটে নতুন পরিকল্পনা করা হয়েছে।

সুপ্লব কুমার ঘোষ আরও বলেন, বাংলাদেশের আকাশপথে অভ্যন্তরীণ রুটে সৈয়দপুর থেকে চট্টগ্রাম যেতে চাইলে একজন যাত্রীকে ঢাকায় এসে ফ্লাইটের টিকিট কাটতে হয়। এতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। এ কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৈয়দপুর-ঢাকা সপ্তাহে ফ্লাইটের সংখ্যা বর্তমানে ৭৮টি। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার কাজ চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত