Ajker Patrika

কিশোর মাদ্রাসাছাত্রকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৬ জুন ২০২২, ১৯: ৫৩
কিশোর মাদ্রাসাছাত্রকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা

কুড়িগ্রামের রৌমারীতে মাদ্রাসাছাত্র হাবিবুল্লাহকে গলা কেটে হত্যার চেষ্টায় অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে ওই ছাত্রের দাদা জয়নাল আবেদিন রৌমারী থানায় একটি মামলা করেছেন। গতকাল রোববার রাতে তিনি এই মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, রাজিবপুর উপজেলার বালিয়ামারী ক্যাম্প পাড়া গ্রামের মো. তারা মিয়ার ছেলে হাবিবুল্লাহ (১৬)। শারীরিক প্রতিবন্ধী (বাম হাত অবশ) প্রথমে রাজিবপুর উপজেলার সিলেট পাড়া হাফিজিয়া মাদ্রাসায় ১৬ পারা কোরআন হেফজ করে। তার লজিং বাড়ির অবস্থা খারাপ হওয়ায় সেখান থেকে সে ২৩ দিন আগে রৌমারী উপজেলা সদরের রৌমারী ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি হয়। খাওয়ার ব্যবস্থা করা হয় রৌমারী গোরস্থান পাড়ার মৃত আব্দুল বাতেনের ছেলে মাইদুলের বাড়িতে। এমতাবস্থায় গত শুক্রবার রাতে এশার নামাজ শেষে মাইদুলের বাড়ি থেকে রাতের খাবার খেয়ে পুনরায় মাদ্রাসায় আসে। এরপর রাত সাড়ে ১০টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে মাদ্রাসার দ্বিতল ভবন থেকে নিচে নেমে আসে। এ সময় ওত পেতে থাকা অজ্ঞাত তিন-চার ব্যক্তি তাকে ডেকে মাদ্রাসার নির্মাণাধীন ভবনে ভেতরে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে। এ সময় তার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সে আশঙ্কামুক্ত। কী কারণে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে এখন পর্যন্ত তারা ধারণা করতে পারছেন না।

 এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, ‘মাদ্রাসাছাত্রের গলা কেটে হত্যার ঘটনায় অজ্ঞাত তিন-চার ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত