Ajker Patrika

নেসকোর প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে আজ শনিবার প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটির ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
গাইবান্ধা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে আজ শনিবার প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটির ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) গ্রাহকদের প্রিপেইড মিটার স্থাপনে নেওয়া সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে জেলা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে ডিজিটাল প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটির ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে গাইবান্ধার নেসকোর গ্রাহকেরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা নেসকোর প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা বন্ধের জোর দাবি জানান। সেই সঙ্গে দাবি মানা না হলে প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা প্রতিহত করার ঘোষণাও দেন তাঁরা। প্রিপেইড মিটার সংযোগ প্রকল্প থেকে গাইবান্ধা জেলাকে প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেন বক্তারা।

ডিজিটাল প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটির আহ্বায়ক গোলাম রব্বানী মুসার সভাপতিত্বে ও আইনজীবী ফারুক কবীরের সঞ্চালনায় বক্তব্য দেন কমিটির সদস্যসচিব মোশাররফ হোসেন বাবু, পরিবেশ আন্দোলনের জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, অধ্যক্ষ মমতাজুর রহমান বাবু, কুলি শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি রেজাউন্নবী রাজু, দলিল লেখক সমিতির জেলা সভাপতি মোস্তা মল্লিক, সাবেক গাইবান্ধা বারের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, হেদায়েতুল ইসলাম বাবু, কাজী আব্দুল খালেকসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত