Ajker Patrika

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭ দশমিক ৬ ডিগ্রি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১২: ১৮
দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭ দশমিক ৬ ডিগ্রি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে গত কয়েক দিনের তুলানায় শীতের তীব্রতা কিছুটা কমেছে জেলাটিতে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলেও বেড়েছে তাপমাত্রা। ঘন কুয়াশা কেটে দেখা মিলেছে সূর্যের। এতে দুর্ভোগ কিছুটা কমেছে সাধারণ মানুষের।

এদিকে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা থাকায় জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান আজ মঙ্গলবার ও বুধবার বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে খোলা রয়েছে মাধ্যমিক বিদ্যালয়। 

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল মালেক বলেন, ৭ ডিগ্রি তাপমাত্রার মাঝেও সূর্যের আলোর দেখা মেলায় জেলার সব মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, রাতের বেলা কনকনে শীত থাকলেও কিছুটা কেটেছে ঘন কুয়াশা। বেলা বাড়ার পর দেখা মিলেছে সূর্যের। তবে এর উত্তাপ কম।  

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, আজ মঙ্গলবার সকাল ৬ ও ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। তবে ফেব্রুয়ারি মাসের দিকে তাপমাত্রা বাড়বে এবং শীতের তীব্রতা কিছুটা কমবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত