Ajker Patrika

পলাশবাড়ীতে ট্রাকচাপায় নানি-নাতি নিহত

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ১৪
Thumbnail image

গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকচাপায় নানি ও নাতনি নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের ফলিয়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী শেফালী বেগম (৪৭) ও তাঁর নাতনি মাইশা (০৩)। মাইশা একই ইউনিয়নের আন্দুয়া গ্রামের মাহামুদ মিয়ার মেয়ে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত রিকশা দিয়ে পলাশবাড়ী থেকে কোমরপুর বাজারের দিকে যাচ্ছিলেন নানি ও নাতনি। পথে দুবলাগাড়ী এলাকায় রিকশাটির এক পাশের চাকা নির্মাণাধীন সড়কের খাদে পড়ে যায়। এতে দুজন রিকশা থেকে মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। 

পলাশবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, চালক ও তাঁর সহকারী পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহত দুজনের মরদেহ স্বজনেরা নিয়ে গেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত