Ajker Patrika

কুড়িগ্রামে 'রমনা লোকাল' ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, কুড়িগ্রাম
কুড়িগ্রামে 'রমনা লোকাল' ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের চিলমারীর রমনা থেকে রংপুর ও পার্বতীপুর রুটে চলাচলকৃত 'রমনা লোকাল' ট্রেনটি চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় সাড়ে ৭টায় কুড়িগ্রাম নতুন রেলস্টেশন চত্বরে কুড়িগ্রাম এক্সপ্রেস, রেল নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি এবং কুড়িগ্রাম জেলাবাসী ব্যানারসহ বিভিন্ন সামাজিক সংগঠন মানববন্ধনে অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, করোনার কারণে দেশে বন্ধ করা সকল ট্রেন গত ১৯ আগস্ট থেকে পুনরায় চালু করা হয়। কিন্তু কুড়িগ্রামের খেটে খাওয়া মানুষের একমাত্র বাহন পার্বতীপুর-রংপুর-রমনা রুটে চলাচলকৃত 'রমনা লোকাল' ট্রেনটি এখনো চালু করা হয়নি। রেল সংস্কারের কথা বলে বন্ধ রাখা হয়েছে ট্রেন সার্ভিসটি।

বক্তারা আরও বলেন, ওই ট্রেনটি এক সপ্তাহের মধ্যে চালু করতে হবে। এক সপ্তাহের মধ্যে ট্রেনটি চালু করা না হলে কঠোর আন্দোলনে যাব।

ঘটনার সময় রংপুর থেকে কুড়িগ্রামে আসা সাঁটল ট্রেনটি কিছুক্ষণ অবরোধ করে রেখে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। 

এ সময় মানববন্ধন বক্তব্য রাখেন- রেল নৌ যোগাযোগ পরিবেশ উন্নয়ন গণকমিটির সাবেক সভাপতি তাজুল ইসলাম, সহসভাপতি প্রভাষক আব্দুল কাদের, যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান সুজা, রমনা লোকাল ট্রেন বাস্তবায়ন কমিটির পক্ষে আতিকুর রহমান আতিক, কুড়িগ্রাম জেলাবাসী সংগঠনের পক্ষে মনোয়ার হোসেন রনি, মাদকমুক্ত সমাজ সংগঠনের পক্ষে আবুল কালাম, কুড়িগ্রাম এক্সপ্রেসের পক্ষে পারভেজ এলাহী, স্থানীয় ইউপি সদস্য আলমগীর কবির, বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেন প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত