পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সদর সীমান্ত দিয়ে এবার ২১ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে ১৩ শিশু, ৬ নারী ও ২ পুরুষ রয়েছে।
আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার জয়ধরভাঙ্গা বড়বাড়ি সীমান্তের ৭৫৭ নম্বর মেইন পিলারের ১০ নম্বর সাবপিলার এলাকা দিয়ে এই পুশইন ঘটে। তখন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের টহল দল সীমান্ত এলাকা থেকে পুশইন হওয়া ব্যক্তিদের আটক করে।
আটক ব্যক্তিরা জানায়, ভারতের বিভিন্ন রাজ্য থেকে দেশটির পুলিশ তাদের আটক করে ২১ মে উড়োজাহাজে করে পশ্চিমবঙ্গের কলকাতা নিয়ে যায়। পরে ২২ মে রাতে বাসযোগে তাদের নিয়ে টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পে হস্তান্তর করা হয়। এরপর সেখান থেকে বড়বাড়ি সীমান্ত গেট দিয়ে তাদের বাংলাদেশে পুশ ইন করা হয়।
এ বিষয়ে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ‘জয়ধরভাঙ্গা ক্যাম্পের বড়বাড়ি সীমান্ত দিয়ে বিএসএফ অবৈধভাবে নারী-শিশুসহ ২১ জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে তাদের আটক করেছি এবং কোম্পানি ও ক্যাম্প পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএসএফকে জিজ্ঞেস করা হয়েছে কেন নিয়ম লঙ্ঘন করে এভাবে পুশ ইন করা হলো। যথাযথ কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ না করে এ ধরনের কাজ অগ্রহণযোগ্য।’
এ ব্যাপারে পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।’
এর আগে ১৬ মে রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার কয়েকটি সীমান্ত দিয়ে ১১ জনকে অবৈধ উপায়ে বাংলাদেশে পাঠায় বিএসএফ।
পঞ্চগড় সদর সীমান্ত দিয়ে এবার ২১ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে ১৩ শিশু, ৬ নারী ও ২ পুরুষ রয়েছে।
আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার জয়ধরভাঙ্গা বড়বাড়ি সীমান্তের ৭৫৭ নম্বর মেইন পিলারের ১০ নম্বর সাবপিলার এলাকা দিয়ে এই পুশইন ঘটে। তখন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের টহল দল সীমান্ত এলাকা থেকে পুশইন হওয়া ব্যক্তিদের আটক করে।
আটক ব্যক্তিরা জানায়, ভারতের বিভিন্ন রাজ্য থেকে দেশটির পুলিশ তাদের আটক করে ২১ মে উড়োজাহাজে করে পশ্চিমবঙ্গের কলকাতা নিয়ে যায়। পরে ২২ মে রাতে বাসযোগে তাদের নিয়ে টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পে হস্তান্তর করা হয়। এরপর সেখান থেকে বড়বাড়ি সীমান্ত গেট দিয়ে তাদের বাংলাদেশে পুশ ইন করা হয়।
এ বিষয়ে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ‘জয়ধরভাঙ্গা ক্যাম্পের বড়বাড়ি সীমান্ত দিয়ে বিএসএফ অবৈধভাবে নারী-শিশুসহ ২১ জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে তাদের আটক করেছি এবং কোম্পানি ও ক্যাম্প পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএসএফকে জিজ্ঞেস করা হয়েছে কেন নিয়ম লঙ্ঘন করে এভাবে পুশ ইন করা হলো। যথাযথ কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ না করে এ ধরনের কাজ অগ্রহণযোগ্য।’
এ ব্যাপারে পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।’
এর আগে ১৬ মে রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার কয়েকটি সীমান্ত দিয়ে ১১ জনকে অবৈধ উপায়ে বাংলাদেশে পাঠায় বিএসএফ।
ময়মনসিংহ শহরের হরিকিশোর রায়ের ২০০ বছরের পুরোনো স্মৃতিবিজড়িত একটি বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। তাঁর নামানুসারেই রাস্তার নামকরণ করা হয়েছিল হরিকিশোর রায় রোড। বাড়িটি ভেঙে নতুন ভবন করার উদ্যোগ নেয় শিশু একাডেমি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তারা।
১ ঘণ্টা আগেসাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পত্তি কেন ক্রোক করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছেন আদালত। ঋণখেলাপির দায়ে ব্যাংক এশিয়ার করা মামলায় চট্টগ্রাম অর্থঋণ আদালত-১-এর বিচারক মো. হেলাল উদ্দিন আজ মঙ্গলবার এই আদেশ দেন।
২ ঘণ্টা আগেপুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে (৪৩) বিবস্ত্র করে এলোপাতাড়ি পেটানোর পর মৃত্যু নিশ্চিত করতে সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করা হয়। তাঁর মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত নৃশংস নির্যাতন চালাতে থাকেন মাহমুদুল হাসান মহিন, সহযোগী মোহাম্মদ নান্নু কাজীসহ (৩৩) আসামিরা। নান্নু কাজীকে
২ ঘণ্টা আগেরাজশাহীর তানোর থানার সামনে থেকে এক যুবককে ধরে প্রেসক্লাবে নিয়ে তল্লাশি করেছেন একদল সাংবাদিক ও স্থানীয় কয়েকজন ব্যক্তি। পরে মাদকদ্রব্য রাখার অভিযোগ তুলে তাঁকে পুলিশে দেওয়ার ভয় দেখানো হয়। পুলিশে না দেওয়ার জন্য দাবি করা হয় মোটা অঙ্কের টাকা। দিতে রাজি না হলে ওই যুবককে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ওই যুবক
৩ ঘণ্টা আগে