Ajker Patrika

উড়োজাহাজে কলকাতায় এনে পঞ্চগড় দিয়ে পুশইন ২১ জনকে

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সদর সীমান্ত দিয়ে পুশ ইন করা ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা
পঞ্চগড় সদর সীমান্ত দিয়ে পুশ ইন করা ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

পঞ্চগড় সদর সীমান্ত দিয়ে এবার ২১ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে ১৩ শিশু, ৬ নারী ও ২ পুরুষ রয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার জয়ধরভাঙ্গা বড়বাড়ি সীমান্তের ৭৫৭ নম্বর মেইন পিলারের ১০ নম্বর সাবপিলার এলাকা দিয়ে এই পুশইন ঘটে। তখন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের টহল দল সীমান্ত এলাকা থেকে পুশইন হওয়া ব্যক্তিদের আটক করে।

আটক ব্যক্তিরা জানায়, ভারতের বিভিন্ন রাজ্য থেকে দেশটির পুলিশ তাদের আটক করে ২১ মে উড়োজাহাজে করে পশ্চিমবঙ্গের কলকাতা নিয়ে যায়। পরে ২২ মে রাতে বাসযোগে তাদের নিয়ে টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পে হস্তান্তর করা হয়। এরপর সেখান থেকে বড়বাড়ি সীমান্ত গেট দিয়ে তাদের বাংলাদেশে পুশ ইন করা হয়।

এ বিষয়ে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ‘জয়ধরভাঙ্গা ক্যাম্পের বড়বাড়ি সীমান্ত দিয়ে বিএসএফ অবৈধভাবে নারী-শিশুসহ ২১ জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে তাদের আটক করেছি এবং কোম্পানি ও ক্যাম্প পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএসএফকে জিজ্ঞেস করা হয়েছে কেন নিয়ম লঙ্ঘন করে এভাবে পুশ ইন করা হলো। যথাযথ কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ না করে এ ধরনের কাজ অগ্রহণযোগ্য।’

এ ব্যাপারে পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।’

এর আগে ১৬ মে রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার কয়েকটি সীমান্ত দিয়ে ১১ জনকে অবৈধ উপায়ে বাংলাদেশে পাঠায় বিএসএফ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত