Ajker Patrika

গাইবান্ধায় ডিউটিরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৬: ২৯
পুলিশ সদস্য সাজু প্রধান। ছবি: সংগৃহীত
পুলিশ সদস্য সাজু প্রধান। ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডিউটিরত অবস্থায় সাজু প্রধান ওরফে বুলু (৫৬) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান।

পুলিশ সূত্রে জানা গেছে, সাজু প্রধান গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চৌকি) আদালতে কর্মরত ছিলেন। রাতে ডিউটিরত অবস্থায় আদালত চত্বরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে বগুড়া হাসপাতাল নেওয়ার পথে মারা যান। তাঁর বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার তালুককৃষাণমাটেল গ্রামে। সাজু প্রধান এক স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসন্তানের জনক।

আজ বুধবার সকালে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, আদালত চত্বরে দায়িত্ব পালনকালে রাত সাড়ে ১০টার দিকে কনস্টেবল সাজু প্রধান হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

ওসি আরও বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করে তাঁদের নির্দেশে সাজু মিয়ার মরদেহ তাঁর পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে। সাজু প্রধান ১৯৮৭ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। সম্প্রতি তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জে যোগ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত