ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে অপহরণের পর চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই কিশোরীকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ গত সোমবার দিবাগত রাতে পঞ্চগড় জেলার দুইজনকে গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—পঞ্চগড় জেলার পোড়ামানিকপীর গ্রামের বাসিন্দা অনজুল হকের ছেলে মো. জুয়েল (২৮) এবং জুয়েলের মা গোলাপি বেগম।
পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরীর মা শনিবার (১১ মে) ঠাকুরগাঁও সদর থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। আসামিরা ভুক্তভোগীর আত্মীয়।
এজাহার সূত্রে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। পরিবার থেকে রাজি না হওয়ায় অপহরণ ও হত্যাচেষ্টার পথ বেছে নেয়। গত ৮ মে (বুধবার) সকাল ৯টার দিকে সে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে যায়। পরীক্ষা শেষে দুপুর ১টা ১৫ মিনিটে কেন্দ্র থেকে বের হলে আগে থেকেই ওত পেতে থাকা চারজন তার পথরোধ করে।
মামলায় অভিযোগ করা হয়, আসামিরা মেয়েটিকে অপহরণের উদ্দেশ্যে মোটরসাইকেল ও অটোরিকশা নিয়ে বিদ্যালয়ের সামনে অবস্থান করছিলেন। ১ নম্বর আসামি জুয়েল তাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। বাকি তিনজন—সুলতানা বেগম, অনজুল হক ও গোলাপি বেগম—তাকে আশ্বস্ত করে যে তারা অটোরিকশায় পেছনে পেছনে আসছেন। বাধ্য হয়ে তখন কিশোরী মোটরসাইকেলে ওঠে।
কিন্তু জুয়েল তাকে বাড়ির পথে না নিয়ে দ্রুতবেগে পঞ্চগড়ের দিকে রওনা হন। ওই কিশোরী বারবার অনুরোধ করলেও জুয়েল কর্ণপাত করেননি। একপর্যায়ে ভূল্লী থানার ১১ মাইল এলাকায় পৌঁছে চলন্ত মোটরসাইকেল থেকে ধাক্কা দিয়ে তাকে রাস্তায় ফেলে দেন জুয়েল। তখন চলন্ত ট্রাকে ধাক্কা লেগে কিশোরীর মাথা, মুখ, হাত-পা ও কোমরে গুরুতর আঘাত পায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়, যেখানে সে ৮ থেকে ১০ মে পর্যন্ত চিকিৎসাধীন ছিল।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে অপহরণের পর চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই কিশোরীকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ গত সোমবার দিবাগত রাতে পঞ্চগড় জেলার দুইজনকে গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—পঞ্চগড় জেলার পোড়ামানিকপীর গ্রামের বাসিন্দা অনজুল হকের ছেলে মো. জুয়েল (২৮) এবং জুয়েলের মা গোলাপি বেগম।
পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরীর মা শনিবার (১১ মে) ঠাকুরগাঁও সদর থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। আসামিরা ভুক্তভোগীর আত্মীয়।
এজাহার সূত্রে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। পরিবার থেকে রাজি না হওয়ায় অপহরণ ও হত্যাচেষ্টার পথ বেছে নেয়। গত ৮ মে (বুধবার) সকাল ৯টার দিকে সে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে যায়। পরীক্ষা শেষে দুপুর ১টা ১৫ মিনিটে কেন্দ্র থেকে বের হলে আগে থেকেই ওত পেতে থাকা চারজন তার পথরোধ করে।
মামলায় অভিযোগ করা হয়, আসামিরা মেয়েটিকে অপহরণের উদ্দেশ্যে মোটরসাইকেল ও অটোরিকশা নিয়ে বিদ্যালয়ের সামনে অবস্থান করছিলেন। ১ নম্বর আসামি জুয়েল তাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। বাকি তিনজন—সুলতানা বেগম, অনজুল হক ও গোলাপি বেগম—তাকে আশ্বস্ত করে যে তারা অটোরিকশায় পেছনে পেছনে আসছেন। বাধ্য হয়ে তখন কিশোরী মোটরসাইকেলে ওঠে।
কিন্তু জুয়েল তাকে বাড়ির পথে না নিয়ে দ্রুতবেগে পঞ্চগড়ের দিকে রওনা হন। ওই কিশোরী বারবার অনুরোধ করলেও জুয়েল কর্ণপাত করেননি। একপর্যায়ে ভূল্লী থানার ১১ মাইল এলাকায় পৌঁছে চলন্ত মোটরসাইকেল থেকে ধাক্কা দিয়ে তাকে রাস্তায় ফেলে দেন জুয়েল। তখন চলন্ত ট্রাকে ধাক্কা লেগে কিশোরীর মাথা, মুখ, হাত-পা ও কোমরে গুরুতর আঘাত পায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়, যেখানে সে ৮ থেকে ১০ মে পর্যন্ত চিকিৎসাধীন ছিল।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি থেকে পলাশী পর্যন্ত সংযোগ সড়ক বাতিল করে পান্থকুঞ্জ ও হাতিরঝিল রক্ষার দাবিতে যৌথ বিবৃতি দিয়েছেন ১৫৭ জন বিশিষ্ট নাগরিক। আজ মঙ্গলবার (১৩ মে) ‘বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের’ চলমান লাগাতার অবস্থান কর্মসূচির ১৫১তম দিনে সমর্থন জানিয়ে এই বিবৃতি দিলেন তাঁরা।
৪ মিনিট আগেসাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারে বাধা, পুলিশের ওপর হামলার ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে সদর মডেল থানার উপপরিদর্শক মো. রিপন মৃধা বাদী হয়ে এ মামলা করেন।
৬ মিনিট আগেডাকাতিয়া খালের ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় খুলনার দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে চালনা পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. মোজাফফর হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়।
১১ মিনিট আগেপিচ গলে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের একাধিক অংশ। সড়কের বিভিন্ন স্থানে পিচ গলে সড়ক উঁচু-নিচু হয়ে গেছে। এ ছাড়া কয়েকটি স্থানে রাস্তার ওপর বাঁক তৈরি হয়েছে। ফলে প্রতিদিন ঘটছে ছোট-বড় সড়ক দুর্ঘটনা।
১৫ মিনিট আগে