Ajker Patrika

দুই ইউপি সদস্য পদপ্রার্থীর ভোট সমান, পুনরায় ভোটের সুপারিশ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২২ জুন ২০২২, ১৫: ২৯
দুই ইউপি সদস্য পদপ্রার্থীর ভোট সমান, পুনরায় ভোটের সুপারিশ

কুড়িগ্রামের চিলমারীতে নয়ারহাট ইউপি নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্রার্থীর প্রাপ্ত ভোট সমান হওয়ায় ফলাফল স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ বুধবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলার নয়ারহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জন্য আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। সেই সঙ্গে এই ওয়ার্ডে পুনরায় ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। 

উপজেলা নির্বাচন অফিসার ও নয়ারহাট ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন আনুষ্ঠানিক ঘোষণায় বলেন, ‘নয়ারহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী সমান ভোট পেয়েছেন। এ কারণে তাঁদের প্রাপ্ত ভোট ড্র ঘোষণা করা হয়েছে। ওয়ার্ডটিতে পুনরায় ভোট অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ পাঠানো হয়েছে।’ 

গত ১৫ জুন (বুধবার) অনুষ্ঠিত ইউপি নির্বাচনের ফলাফলে দেখা যায়, ইউনিয়নটির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আশরাফুল হক মোরগ প্রতীকে ৩১৫ ভোট ও মো. ইদ্রিস আলী ফুটবল প্রতীকে সমানসংখ্যক ভোট পান। এই ওয়ার্ডের ৭৬৯ জন ভোটার ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত