Ajker Patrika

ট্রেনে কাটা পড়ে দশম শ্রেণির ছাত্রীর মৃত্যু

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
Thumbnail image

রংপুরের বদরগঞ্জে দশম শ্রেণির এক স্কুলছাত্রী রামসাগর ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রামনাথপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকার করতোয়া রেলব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমনা আক্তার (১৫) ওই এলাকার ফেরদৌস আলীর মেয়ে। সে স্থানীয় এক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ত আর কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। 

বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. তোজাম্মেল হক। 

তিনি স্বজনদের বরাত বলেন, সুমনা আক্তার গত ছয় মাস ধরে মানসিক ভারসাম্যহীন। সে প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হয়ে যায়। সন্ধ্যার আগে পরিবারের সদস্যরা তাকে খুঁজে বাড়িতে নিয়ে আসেন। আজ সকাল ১০টার দিকে সে বাড়ি থেকে বের হয়েছিল। পরে দুপুর ১টার দিকে খবর আসে ট্রেনে কাটা পড়ে এক কিশোরী মারা গেছে। পরে পরিবারের সদস্যরা গিয়ে লাশ শনাক্ত করে। 

এসআই মো. তোজাম্মেল হক আরও জানান, মেয়েটির ছিন্নবিচ্ছিন্ন লাশ দাফনের জন্য স্বজনরা নিয়ে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত