মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
বেশি টাকা বেতনে চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা ব্যয়ে সৌদি আরবে গিয়েছিলেন রংপুর মিঠাপুকুরের টিটুল মিয়া। সেখানে গিয়ে ১৬ দিন জেল খেটে শূন্য হাতে বাড়ি ফিরতে হয়েছে তাকে। এ ঘটনায় গত বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেছেন টিটুল মিয়া নিজেই।
প্রতারণার শিকার টিটুল মিয়া (৪২) উপজেলার বালারহাট ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। মামলায় অভিযুক্ত হলেন— তার প্রতিবেশি মৃত সাহেদ মিয়ার ছেলে মোহাব্বত মিয়া (৪৭)।
মামলা সূত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা মোহাব্বত মিয়া তার প্রতিবেশি টিটুল মিয়াকে বেশি টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে সৌদি আরব যাওয়ার পরামর্শ দেন। সৌদি আরব গেলে অনেক টাকা বেতন পাওয়া যাবে, এমন প্রলোভনে রাজি হয়ে মোহাব্বত মিয়াকে ১২ লাখ ৫০ হাজার টাকা দিয়ে গত ১৩ ফেব্রুয়ারি সৌদি আরবে পৌঁছান টিটুল মিয়া। সেখানে ৩-৪ মাস চাকরি করার পর জানতে পারেন তাকে ভুয়া ফ্রি ভিসায় সৌদি পাঠানো হয়েছে। এ অবস্থায় পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। ১৬ দিন জেলে খাটার পর সৌদি পুলিশ তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়।
এ বিষয়ে টিটুল মিয়া জানান, তিনি জমি বিক্রি ও আত্মীয়স্বজনের কাছে ধারদেনা করে তিনি টাকা সংগ্রহ করেছেন। সেই টাকা দিয়ে সৌদি আরবে গিয়ে তিনি নিঃস্ব হয়ে গেছেন। দেশে ফিরে টাকা উদ্ধার করতে ব্যর্থ হয়ে তিনি মোহাব্বত মিয়াকে আসামি করে মিঠাপুকুর আমলি আদালতে মামলা করেছেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মোহাব্বত মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
বেশি টাকা বেতনে চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা ব্যয়ে সৌদি আরবে গিয়েছিলেন রংপুর মিঠাপুকুরের টিটুল মিয়া। সেখানে গিয়ে ১৬ দিন জেল খেটে শূন্য হাতে বাড়ি ফিরতে হয়েছে তাকে। এ ঘটনায় গত বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেছেন টিটুল মিয়া নিজেই।
প্রতারণার শিকার টিটুল মিয়া (৪২) উপজেলার বালারহাট ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। মামলায় অভিযুক্ত হলেন— তার প্রতিবেশি মৃত সাহেদ মিয়ার ছেলে মোহাব্বত মিয়া (৪৭)।
মামলা সূত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা মোহাব্বত মিয়া তার প্রতিবেশি টিটুল মিয়াকে বেশি টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে সৌদি আরব যাওয়ার পরামর্শ দেন। সৌদি আরব গেলে অনেক টাকা বেতন পাওয়া যাবে, এমন প্রলোভনে রাজি হয়ে মোহাব্বত মিয়াকে ১২ লাখ ৫০ হাজার টাকা দিয়ে গত ১৩ ফেব্রুয়ারি সৌদি আরবে পৌঁছান টিটুল মিয়া। সেখানে ৩-৪ মাস চাকরি করার পর জানতে পারেন তাকে ভুয়া ফ্রি ভিসায় সৌদি পাঠানো হয়েছে। এ অবস্থায় পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। ১৬ দিন জেলে খাটার পর সৌদি পুলিশ তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়।
এ বিষয়ে টিটুল মিয়া জানান, তিনি জমি বিক্রি ও আত্মীয়স্বজনের কাছে ধারদেনা করে তিনি টাকা সংগ্রহ করেছেন। সেই টাকা দিয়ে সৌদি আরবে গিয়ে তিনি নিঃস্ব হয়ে গেছেন। দেশে ফিরে টাকা উদ্ধার করতে ব্যর্থ হয়ে তিনি মোহাব্বত মিয়াকে আসামি করে মিঠাপুকুর আমলি আদালতে মামলা করেছেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মোহাব্বত মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আমদানি কার্গো ভবনের আগুন প্রায় ২৭ ঘণ্টার চেষ্টায় নিভেছে। এর আগেই ভবনে থাকা আমদানি করা সব পণ্য পুড়ে গেছে। এগুলোর মধ্যে ছিল জীবন রক্ষাকারী ওষুধ তৈরির কাঁচামাল, গার্মেন্টস পণ্য, কম্পিউটার ও মোবাইলের যন্ত্রাংশ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের
৫ মিনিট আগেবাগেরহাটের মোংলা ও খুলনার দাকোপ উপজেলার ১০ হাজারের বেশি শ্রমিককে জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে করে দুটি নদী পার হয়ে প্রতিদিন কর্মস্থল মোংলা ইপিজেড ও মোংলা বন্দর শিল্পাঞ্চলে আসা-যাওয়া করতে হয়। এসব কর্মজীবী মানুষকে পারাপারে ট্রলারচালক ও মালিক সমিতি কোনো নিয়মনীতির তোয়াক্কা করে না বলে অভিযোগ রয়েছে।
১১ মিনিট আগেসুনামগঞ্জের যাদুকাটা নদীতে চলছে বালু লুটের মহোৎসব। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে রয়েছে নদীর তীরবর্তী বসতবাড়ি ও কৃষিজমি থেকে শুরু করে রাস্তাঘাট, ৮৬ কোটি টাকার আরেফিন-অদ্বৈত মৈত্রী সেতু এবং ঐতিহ্যবাহী অদ্বৈত মন্দিরের মতো স্থাপনা।
১৪ মিনিট আগেচট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সারিবদ্ধ আটটি কফিন। প্রতিটিতে শায়িত একেকজন প্রবাসী। কিছুদিন আগেই তাঁরা হাসিমুখে বিদেশে পাড়ি দিয়েছিলেন। সন্তানের কপালে চুমু দিয়ে, স্ত্রীকে সন্তানের দায়িত্ব বুঝিয়ে দিয়ে দেশ ছেড়েছিলেন। মা-বাবার কাছে আরজি ছিল, ‘নিজের খেয়াল রেখো।’ কিন্তু আজ তাঁরা নিথর।
১৮ মিনিট আগে