Ajker Patrika

গঙ্গাচড়ায় আজকের পত্রিকার বর্ষপূর্তি উদ্‌যাপন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ জুন ২০২২, ১৯: ৩০
গঙ্গাচড়ায় আজকের পত্রিকার বর্ষপূর্তি উদ্‌যাপন

রংপুরের গঙ্গাচড়ায় আজকের পত্রিকার প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন করা হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে আজ সোমবার বিকেলে এই উপজেলা কনফারেন্স রুমে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন।

এ সময় প্রধান অতিথি আজকের পত্রিকার সম্পাদক, নির্বাহী সম্পাদক, ব্যবস্থাপনা সম্পাদকসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, কৃষি অফিসার শরিফুল ইসলাম, সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম। আজকের পত্রিকার উত্তরাঞ্চলের সার্কুলেশন ম্যানেজার আসাদুজ্জামান লেবু ও গঙ্গাচড়া প্রতিনিধি আব্দুর রহিম পায়েলের উপস্থাপনায় আরও বক্তব্য দেন সাবেক প্রধান শিক্ষক কাজী শরিফুজ্জামান, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাংবাদিক কমল কান্ত রায় প্রমুখ।

আলোচনা শেষে অতিথিবৃন্দ পত্রিকার বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটেন। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন, জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ, এসআই মনোয়ারুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত