Ajker Patrika

প্রেম ঘটিত কারণে হত্যা করা হয় স্কুলছাত্রী ইভাকে, অভিযুক্ত গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
আপডেট : ১৮ আগস্ট ২০২২, ০৩: ৫৩
প্রেম ঘটিত কারণে হত্যা করা হয় স্কুলছাত্রী ইভাকে, অভিযুক্ত গ্রেপ্তার

প্রেম ঘটিত কারণ রংপুরের কাউনিয়ায় ধারালো ছুরির একাধিক আঘাতে হত্যা করা হয় স্কুলছাত্রী সানজিদা আক্তার ইভাকে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত নাহেদুল ইসলাম সায়েম (১৯) পুলিশের কাছে হত্যার দায় শিকার করেছেন। 

আজ বুধবার রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল-সি) আশরাফুল আলম পলাশ এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে বুধবার ভোরে সায়েমকে গ্রেপ্তার করে পুলিশ। সায়েম রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের তাশুক উপাশু গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য নুর হোসেনের ছেলে। রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। 

অন্যদিকে নিহত ইভা কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের গোড়াই গ্রামের ইব্রাহীম মিয়ার মেয়ে এবং পার্শ্ববর্তী পীরগাছা উপজেলার বড়দরগাহ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। 

গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামে কুটিরপাড়-মধুপুর সড়কের রাস্তার পাশ থেকে রক্তাক্ত অবস্থায় ইভাকে উদ্ধার করে পুলিশ। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত স্কুলছাত্রীর চাচা সোলেমান আলী বলেন, ইভার দূরসম্পর্কের মামা নাহেদুল ইসলাম সায়েম। পারিবারিকভাবে তাদের প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় এ নিয়ে অনেক ঝামেলা সৃষ্টি হয়। একপর্যায়ে ইভা সম্পর্কের বিচ্ছেদ ঘটায়। গত আট মাস ধরে তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না বলে জানতে পেরেছি। 

সোলেমান আলী আরও জানান, মঙ্গলবার স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় ইভা। এরপর আর বাড়ি ফেরেনি। রাত সাড়ে ১১টার দিকে কাউনিয়া থানা-পুলিশের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালে গিয়ে তার মরদেহ শনাক্ত করা হয়। 

কাউনিয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে হরিচরণ লস্কর গ্রাম এলাকার একটি গ্রামীণ রাস্তার পাশে মেয়েটিকে ছটফট করতে দেখে এগিয়ে যান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম অবস্থায় তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওসি আরও জানান, মেয়েটির গলায় এবং শরীরের বিভিন্ন স্থানে অন্তত ১৮টি জখমের চিহ্ন রয়েছে। 

এ বিষয়ে রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল-সি) আশরাফুল আলম পলাশ আজকের পত্রিকাকে বলেন, প্রেম ঘটিত বিষয়কে কেন্দ্র করে ইভাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সায়েম এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। এ হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত