লালমনিরহাট ও পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের বুড়িমারী মহাসড়কে পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে বসতবাড়িতে উঠে গেলে দাদি-নাতি চাপা পড়ে। দেড় ঘণ্টার চেষ্টায় তিন বছরের নাতিকে জীবন্ত উদ্ধার করা গেলেও দাদি নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে জেলার হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুড়িমারী মহাসড়কের পাশে হাতীবান্ধা পাটিকাপাড়া বটতলা এলাকায় একটি ছাপরাঘরে মা নুরি বেগম ও তিন বছরের ছেলে আব্দুল্লাহকে রেখে স্ত্রীসহ কাজের সন্ধানে ঢাকায় পাড়ি জমান সাগর হোসেন।
প্রতিদিনের মতো রোববার রাতের খাবার খেয়ে দাদি-নাতি ঘরে ঘুমিয়ে পড়ে। ভোরের দিকে পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সড়কের পাশে ওই বাড়িতে চাপা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে আটকে যান দাদি-নাতি।
খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা করে তিন বছরের নাতি আব্দুল্লাহকে জীবন্ত উদ্ধার করে। তবে চার ঘণ্টা চেষ্টা চালিয়ে দাদি নুরি বেগমকে বাঁচাতে পারেননি উদ্ধারকর্মীরা। পরে তাঁর লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুল আলম সাদাত বলেন, নাতিকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে তার দাদি নুরি বেগমের লাশ উদ্ধার করা হয়েছে।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন-নবী বলেন, শিশু আবদুল্লাহকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নুরি বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
লালমনিরহাটের বুড়িমারী মহাসড়কে পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে বসতবাড়িতে উঠে গেলে দাদি-নাতি চাপা পড়ে। দেড় ঘণ্টার চেষ্টায় তিন বছরের নাতিকে জীবন্ত উদ্ধার করা গেলেও দাদি নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে জেলার হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুড়িমারী মহাসড়কের পাশে হাতীবান্ধা পাটিকাপাড়া বটতলা এলাকায় একটি ছাপরাঘরে মা নুরি বেগম ও তিন বছরের ছেলে আব্দুল্লাহকে রেখে স্ত্রীসহ কাজের সন্ধানে ঢাকায় পাড়ি জমান সাগর হোসেন।
প্রতিদিনের মতো রোববার রাতের খাবার খেয়ে দাদি-নাতি ঘরে ঘুমিয়ে পড়ে। ভোরের দিকে পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সড়কের পাশে ওই বাড়িতে চাপা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে আটকে যান দাদি-নাতি।
খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা করে তিন বছরের নাতি আব্দুল্লাহকে জীবন্ত উদ্ধার করে। তবে চার ঘণ্টা চেষ্টা চালিয়ে দাদি নুরি বেগমকে বাঁচাতে পারেননি উদ্ধারকর্মীরা। পরে তাঁর লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুল আলম সাদাত বলেন, নাতিকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে তার দাদি নুরি বেগমের লাশ উদ্ধার করা হয়েছে।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন-নবী বলেন, শিশু আবদুল্লাহকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নুরি বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
পালিয়ে যাওয়া ৮২৬ বন্দীর মধ্যে জেলা প্রশাসনের বিভিন্ন প্রচারণায় সাড়া দিয়ে আদালতে আত্মসমর্পণ করেন ৬৪৬ বন্দী। পলাতক থাকা বাকী ১৮০ জন বন্দীর মধ্যে গ্রেপ্তার করা হয় ৫৮ জনকে। এখনও পলাতক রয়েছেন আরও ১২২ জন। লুট হওয়া ৮৫টি অস্ত্রের মধ্যে এখন পর্যন্ত ৫১টি অস্ত্র উদ্ধার হলেও হদিস মেলেনি ৩৪টি অস্ত্রের।
১ ঘণ্টা আগেছারছীনা দরবার শরীফে ঘুরে গেলেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দুল ওয়াহাব আস সায়দানি। শুক্রবার (১৮ জুলাই) তিনি দরবারে এসে ছারছীনার পীর আলহাজ হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
১ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কোচ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বিহু উৎসব উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে একাডেমির হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
১ ঘণ্টা আগেজুলাই-৩৬ হলের আবাসিক শিক্ষার্থী রাবেয়া খাতুন বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর আমরা প্রশাসনের কাছে অনেক প্রত্যাশা করেছিলাম। কিন্তু আজ সাজিদ, কাল আপনি, পরশু আমি—এভাবে নামের তালিকা বাড়তেই থাকবে। প্রশাসন আমাদের নিরাপত্তা কতটা নিশ্চিত করতে পারছে, তা নিয়ে প্রশ্ন আছে। আমরা এই ঘটনার প্রকৃত কারণ জানতে চাই।’
১ ঘণ্টা আগে