Ajker Patrika

ডিমলায় সড়ক বন্ধ করে ট্রাকে নির্বাচনী মিছিল, স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
Thumbnail image

নীলফামারীর ডিমলায় সড়ক বন্ধ করে ট্রাক নিয়ে নির্বাচনী মিছিল করায় স্বতন্ত্র প্রার্থী ইমরান কবির চৌধুরী জনিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বিকেলে উপজেলার বাবুরহাট এলাকায় এই জরিমানা করা হয়। স্বতন্ত্র প্রার্থী জনি ট্রাক প্রতীকে নির্বাচন করছেন। 

ডিমলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী ইমরান কবির চৌধুরী জনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আকতার। 

উপজেলা প্রশাসন থেকে জানা গেছে, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইমরান কবির চৌধুরী উপজেলা সদরের বাবুরহাট প্রধান সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে নির্বাচনী প্রচার চালান। তাঁর কর্মীরা ১২টি ট্রাকে উঠে মিছিল করছিলেন। এতে সড়কে যানবাহন ও জনসাধারণ চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ সময় স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ বিষয়ে জানতে সহকারী কমিশনার ফারজানা আক্তারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত