Ajker Patrika

নীলফামারীতে স্কুলশিক্ষককে হত্যাচেষ্টা, থানায় মামলা

নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে স্কুলশিক্ষককে হত্যাচেষ্টা, থানায় মামলা

কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে নীলফামারীতে জাহাঙ্গীর আলম (৩৪) নামে এক স্কুলশিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রংপুর-জলঢাকা সড়কের এরশাদ বাজারে এ ঘটনা ঘটে। তিনি কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক এবং জলঢাকা উপজেলার পূর্ব বালাগ্রামের রশিদুল ইসলামের ছেলে। 

এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই আলমগীর হোসেন বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ / ১৫ জনের নামে জলঢাকা থানায় একটি মামলা দায়ের করেছেন। 

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার আইনি প্রক্রিয়া চলমান এবং পাশাপাশি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’ 

বাদী আলমগীর হোসেন জানান, শনিবার জাহাঙ্গীর আলম কর্মস্থল থেকে রংপুর-জলঢাকা সড়ক দিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বেলা তিনটার দিকে সড়কের এরশাদ বাজার এলাকায় জনৈক আনারুল কবিরের নেতৃত্বে ১০-১৫ জন দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে। 

কিছু বুঝে ওঠার আগেই তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রের এলোপাতাড়ি কোপে জাহাঙ্গীর আলম গুরুতর আহত হয়ে সড়কে ঢলে পড়েন। এ সময় তার কাছে থাকা তিন লাখ টাকাসহ অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। 

পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত