Ajker Patrika

নতুন করে কোনো ভয়ের সংস্কৃতি বাংলাদেশে গড়ে উঠতে দেব না: নাহিদ ইসলাম

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৭: ৪২
গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা
গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘এই গণ-অভ্যুত্থানে হাজারো মানুষ ও ছাত্র আহত-শহীদ হয়েছেন নতুন বাংলাদেশের জন্য—যেখানে বৈষম্য থাকবে না, গণতন্ত্র থাকবে। মানুষ কথা বলতে গেলে পুলিশ হামলা চালাবে না, মত প্রকাশ করতে চাইলে লাঠিপেটা হবে না। অন্যায়ের প্রতিবাদ করতে চাইলে মানুষ প্রতিবাদ করতে পারবে। জুলাই গণ-অভ্যুত্থান আমাদের সেই প্রতিবাদের ভাষা শিখিয়েছে।’

আজ মঙ্গলবার (১ জুলাই) দুপুরে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের ভয় ২০২৪ সালে ভেঙে গেছে। নতুন করে কোনো ভয়ের সংস্কৃতি বাংলাদেশে গড়ে উঠতে দেব না। শহীদেরা রক্ত দিয়েছেন, প্রয়োজনে আমরা আবারও রক্ত দিতে প্রস্তুত।’

নাহিদ আরও বলেন, ‘রংপুর-গাইবান্ধা দেশের দরিদ্রতম অঞ্চলগুলোর একটি। গাইবান্ধাবাসী বহুদিন ধরে নানা বৈষম্যের শিকার। এবার গাইবান্ধা থেকেই নতুন দেশ গড়ার ডাক দিয়ে আমরা রাজপথে নেমেছি। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে আমরা রাজপথে নেমেছিলাম, তাকে উৎখাত করেছি। কিন্তু জনগণের প্রত্যাশিত নতুন বাংলাদেশ পাইনি। এবার সত্যিকারের নতুন দেশ গড়ার জন্য আন্দোলন করছি।’

এনসিপির এ নেতা আরও বলেন, ‘গাইবান্ধার পিছিয়ে পড়া মানুষ, যারা আর্থিক বৈষম্যের শিকার, যাদের অধিকার আদায় হয়নি, তাদের কথা আমরাই প্রথম বলছি। ৬৪ জেলায় পদযাত্রা করে আমরা সাধারণ মানুষের কথা শুনব এবং সেই কথা জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করব। জুলাই সনদপত্রে দেশের মানুষের প্রত্যাশা ও দাবি লেখা থাকবে।’

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে হামলাকারী ফ্যাসিস্টরা এখনো বিভিন্ন স্থানে ষড়যন্ত্র চালাচ্ছে। ১৬ বছর ধরে শেখ হাসিনা ও তার সহযোগীরা দেশের মানুষের ওপর অন্যায়-অত্যাচার চালিয়েছে, তাদের বিচার অবশ্যই নিশ্চিত করব। রাষ্ট্রের মৌলিক সংস্কার করেই নির্বাচনে যেতে হবে। শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য এক দলকে সরিয়ে অন্য দলকে ক্ষমতায় বসানোর জন্য কেউ রক্ত দেয় নাই। নতুন বাংলাদেশে আমরা দখল, চাঁদাবাজি, লুটপাটের আর কোনো সুযোগ দেব না। ইনশা আল্লাহ দেশের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়ার যে ডাক দিয়েছি, সেই দেশ গড়ে আমরা ঘরে ফিরব।’

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে ‘মেগাস্টার’ শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ

দুদকের আতশ কাচের নিচে ছয় সাবেক মুখ্য সচিব

১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে: শহীদ আবু সাঈদের ভাই

গায়ের জোরে পদ্মা সেতুর দুর্নীতি মামলা বসিয়ে দেওয়া হয়: দুদক চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত