Ajker Patrika

কাউনিয়ায় তিস্তা নদী থেকে বাক্প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
কাউনিয়ায় তিস্তা নদী থেকে বাক্প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

রংপুরের কাউনিয়ায় তিস্তা নদী থেকে আব্দুর রহিম (২২) নামের এক বাক্প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের তিস্তা সড়ক সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। আব্দুর রহিম লালমনিরহাট সদরের তিস্তা আফজালনগর গ্রামের নুরুল হকের ছেলে।

পুলিশ জানায়, আব্দুর রহিম ঈদের দিন দুপুরে তিস্তা ব্রিজ এলাকায় বেড়াতে গিয়ে আর ফেরেননি। পরিবারের লোকজন তাঁর সন্ধানে মাইকিং করে। কিন্তু কোথাও তাঁর সন্ধান পাওয়া যায়নি। আজ সোমবার দুপুরে তিস্তা সড়ক সেতু এলাকায় পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

আব্দুর রহিমের মামা অবির উদ্দিন বলেন, ‘রহিমের কথা বলতে একটু সমস্যা হয়। পরিবারের লোকজনের সঙ্গে সে ঈদের নামাজ পড়ে। এরপর বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। আজ দুপুরে তিস্তা নদীতে লাশ উদ্ধারের খবর পেয়ে গিয়ে দেখি এটি ভাগনের লাশ।’

লাশ উদ্ধারের খবর পেয়ে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাজিয়া সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেন। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত